Ei Mon Samantaral Lyrics

Ei Mon Samantaral Lyrics Arijit Singh

Song: Ei Mon (এই মন)
Movie: Samantaral
Singer: Arijit Singh
Lyrics: Srijato
Music: Indraadip Das Gupta
Label: Zee Music Company

Ei mon song is from Samantaral movie. Ei mon song is sung by Arijit Singh. Lyrics of this song is written by Srijato.

Ei Mon Samantaral Lyrics in Bengali:


এসো মিলেমিশে থাকি ।
ধরি শরীরে জোনাকি,
ভালোবাসার ।
এসো হাতে হাত রাখি ।
আছে যেটুকু যা বাকি,
কাছে আসার ।
এসো পাত পেড়ে বসি ।
এসো যে যার পড়শি ।
এসো বিনিময় করে দেখি মন ।

এই মন বারো ঘর এক উঠোন ।
এই মন বারো ঘর এক উঠোন ।
এই মন বারো ঘর এক উঠোন ।
এই মন বারো ঘর এক উঠোন ।

একই বারান্দা জুড়ে হবে শীত রোদ্দুরে
রোজই দেখা ।
কোনো হঠাৎ দুপুরে, যদি মনে হয় দূরে
তুমি একা ।
জেনো বাতাস বিদেশি, তবু আছে প্রতিবেশী
বড়ো কাছে ।
একি পাঁচিলে পাঁজরে, তারা হাতে হাত ধরে
আজও বাঁচে ।

এসো পাত পেড়ে বসি ।
এসো যে যার পড়শি ।
এসো বিনিময় করে দেখি মন ।

এই মন বারো ঘর এক উঠোন ।
এই মন বারো ঘর এক উঠোন ।
এই মন বারো ঘর এক উঠোন ।
এই মন বারো ঘর এক উঠোন ।

আছি প্রলাপে প্রমোদে, আছি বিকেলের ছাদে
শাড়ি তোলা ।
দেখো পুরোনো রেলিং, এসে বসে আছে ফিঙে
লেজ ঝোলা ।
জলে রোদ ঝিকিমিকি, আর মেঘেরা শরিকী
দূরে ভাসে ।
আছে যেটুকু ভরসা, এই মুঠো ভরাপশা
কি পলাশে ।

এসো পাত পেড়ে বসি ।
এসো যে যার পড়শি ।
এসো বিনিময় করে দেখি মন ।

এই মন বারো ঘর এক উঠোন ।
এই মন বারো ঘর এক উঠোন ।
এই মন বারো ঘর এক উঠোন ।
এই মন বারো ঘর এক উঠোন ।।

Esho milemishe thaki.
Dhori shorire jonaki
Bhalobasar.
Esho haate haat rakhi
Ache jetuku ja baki
Kache asar.
Esho paat perey bosi.
Esho je jar poroshi.
Esho binimoy kore dekhi mon.

Ei mon baro ghor ek uthon.


326404665953066090

TRENDING NOW

326404665953066090