Jamai Badal Title Track Lyrics
Song: Title TrackMovie: Jamai Badal
Singers: Dev Negi & Payal Dev
Music: Jeet Ganngulii
Lyrics: Priyo Chattopadhyay
Label: Surinder Films Pvt LTD
Cast: Soham Chakraborty, Hiraan Chatterjee, Paayel Sarkar & Koushani Mukherjee
Jamai Badal Title Track is sung by Dev Negi & Payal Dev. Music of this song is composed by Jeet Ganngulii.
Jamai Badal Title Track Lyrics in Bengali:
প্রেমের নগরে, চাই কাছে তোরে
এই প্রেমের নগরে, চাই কাছে তোরে
ভাল্লাগেনা গ্যাঁড়াকলের ওদল বদল ।
ঢিংকাটিকা ঢিংকাটিকা জামাই বদল ।
পড়েছি কি চাপে,
বোঝেনা যে বাপে ।
আরে ষোলো আনা খাটিয়ে প্রেম
খেলছি নাতো গেম ।
এ আমার বাংলা প্রেম ।
বিশুদ্ধ বাংলা প্রেম ।
মন মন মন জানে
ঘুম ঘুম চাঁদ মানে
দু'চোখের নীল জোছনায়
স্বপ্নে তুই ।
প্রেম প্রেম প্রেম জানে
রিমঝিম সুর মানে
শ্রাবণের বৃষ্টি ধারায় তোকে ছুঁই ।
আছি তোর অভাবে,
বোঝাবো কিভাবে?
আরে ষোলো আনা খাটিয়ে প্রেম
খেলছি নাতো গেম ।
এ আমার বাংলা প্রেম ।
বিশুদ্ধ বাংলা প্রেম ।
দিন দিন দিন কাটে
শুনশান পথ ঘাটে
এ প্রেমের ভাবনা জুড়ে
তোর কথায় ।
রাত রাত রাত এলে
আনচান মন বলে
আমি যে একলা আছি
তুই কোথায়?
আছি তোর অভাবে,
বোঝাবো কিভাবে?
আরে ষোলো আনা খাটিয়ে প্রেম
খেলছি নাতো গেম ।
এ আমার বাংলা প্রেম ।
বিশুদ্ধ বাংলা প্রেম ।।
Premer nogore, chai kache tore
Bhallage na gyanrakoler odol bodol.
Dhinkatika dhinkatika jamai badal.
Porechi ki chape
Bojhena je bape
Arre soloana khatie prem
Khelchi natoh game.
E amar bangla prem
Bishuddhyo bangla prem.
Mon mon mon jane
Ghum ghum chand mane
Du chokher nil jochonay
Swopne tui.