Kemne Je Din Jay Song Lyrics Ankur Mahamud feat Imran Pagla
Song: Kemne Je Din Jay (কেমনে যে দিন যায়)Singer: Pagla Imran
Lyrics: Pagla Imran
Music: Ankur Mahamud
Starring: Asad Adnan & Rabina Rafin
Label: Eagle Music
Kemne Je din jay song is sung by Pagla Imran. Music of this song is composed by Ankur Mahamud.
Kemne Je Din Jay Lyrics in Bengali:
দুখের সাথে বসত আমার
দুখের নদী বায় ।
স্রোতে স্রোতে ভাইসা বেড়ায়,
ঠিক ঠিকানা নাই ।
কেমনে যে দিন যায় আমার,
কেমনে যে রাত যায় ।
একা একা রাত্রি কাটায়,
তুমি পাশে নাই ।
কেমনে যে দিন যায় আমার,
কেমনে যে রাত যায় ।
একা একা রাত্রি কাটায়,
তুমি পাশে নাই ।
বুকের ভিতর জইমা গেছে
দুঃখ, কষ্টের পাহাড় ।
ওরে, বুকটা আমার কাঁইদা মরে-
এবার আমায় ছাড় ।
কেমনে যে দিন যায় আমার,
কেমনে যে রাত যায় ।
একা একা রাত্রি কাটায়,
তুমি পাশে নাই ।
রংধনুর ঐ সাত রং,
তোর মনে মাখিস ।
আমার জন্য মেঘলা আকাশ,
চাঁদ ডুবিয়ে রাখিস ।
কেমনে যে দিন যায় আমার,
কেমনে যে রাত যায় ।
একা একা রাত্রি কাটায়,
তুমি পাশে নাই ।।
কেমনে যে দিন যায় লিরিক্স:
Dukher sathe bosot amarDukher nodi baay.
Srote srote bhaisa berai,
Thik thikana nai.
Kemne Je Din Jay amar,
Kemne Je Raat Jay.
Eka eka ratri katai
Tumi pashe nai.
Buker bhitor joima geche
dukhho, koshter pahar.
Ore, buk ta amar kainda more
Ebar amai char.
Kemne Je Din Jay amar,
Kemne Je Raat Jay.
Eka eka ratri katai
Tumi pashe nai.
Rongdhonur oi saat rong
Tor mone makhis.
Amar jonnyo meghla akash
Chand dubie rakhis.
Kemne Je Din Jay amar,
Kemne Je Raat Jay.
Eka eka ratri katai
Tumi pashe nai.