Klanto Mon Lyrics Prashmita Paul

Klanto Mon song Lyrics Prashmita Paul

Song: Klanto Mon (ক্লান্ত মন)
Singer: Prashmita Paul
Music: Joy Chakraborty
Lyrics: Joy Chakraborty

Klanto Mon song is sung by Prashmita Paul. Music of this song is composed by Joy Chakraborty.

Klanto Mon Lyrics in Bengali:


আজ এখন, একা ক্লান্ত মন
চাইছে কিনতে ধারে
আর একটু সময় ।
নেই উপায়, চেনা রাস্তাতে
আর হাঁটার আগামী
দেখা থেমে যায় ।
মন খারাপের কারণ জানেনা
এই মন ।
জমেছে দুচোখে যে শ্রাবণ ।

আজ এখন, একা ক্লান্ত মন
চাইছে কিনতে ধারে
আর একটু সময় ।

বুক ব্যথা কুয়াশায়
সুখ কোনো ধোঁয়াশায়
ঢেকে গেছে আমাকে রোজ ।
আলো যেন ঢাকে রাত
ভালোবাসা দিবা হাত
পেলো না তো তার ছায়া
ঠিকানা নিখোঁজ ।
ভুলেরই মাশুল গোনে
এখন এ হৃদয় ।
চিঠিগুলো আর পড়া
হল না বোধহয় ।

আজ এখন, একা ক্লান্ত মন
চাইছে কিনতে ধারে
আর একটু সময় ।

ধুলোমাখা রাস্তাতে,
খুঁজে গেছে আস্তানা-
যন্ত্রণা জিড়োবে বলে ।
স্বপ্নেরা যদি দেয় দেখা
জেনে নিক আমি একা ।
বেঁচে থাকা গেছি তো ভুলে ।
কেন এই দিন আসে,
এমনই যে হয় ।
হাসি এক অভিনয়
করে যাওয়া দায় ।

আজ এখন, একা ক্লান্ত মন
চাইছে কিনতে ধারে
আর একটু সময় ।





326404665953066090

TRENDING NOW

326404665953066090