Hazar Bochor Lyrics Tritio Adhyay
Song: Hazar BochorMovie: Tritio Adhyay (The Third Chapter)
Singers: Papon & Meghna Mishra
Music & Lyrics: Arin
Cast: Abir Chatterjee, Paoli Dam, Sourav Das, Arunima.
Label: Time Music Bangla
Hazar Bochor song is from the movie "Tritio Adhyay". This song is sung by Papon & Meghna. Music is composed by Arin. He also wrote the lyrics.
Hazar Bochor Lyrics in Bengali:
কাছে এসে আমায়
এঁকে দিলি ঠোঁটে সুখ ।
টুপটাপ আদরে, ইচ্ছেরা
থাকে না চুপ ।
মিশে যাক তোর আমার
ঘামে আঁকা আঁকিবুকি ।
আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই ।
হাজার বছর শুধু তোকে চাই ।
আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই ।
হাজার বছর শুধু তোকে চাই ।
বারেবারে কাছে আসা,
তোর আদরে সাজবো বলে-
কাছে আসা ।
রঙে মিলেমিশে যাওয়া,
তোর ঐ চোখের কাজল হয়ে-
মিশে যাওয়া ।
যাচ্ছি হারিয়ে, তোর উষ্ণতা জড়িয়ে ।
আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই ।
হাজার বছর শুধু তোকে চাই ।
আজও কত কথা আছে বাকি
বলা হয়নি যে ।
নীরবতায় বয়ছে হাওয়া,
পাল তুলে দে ।
ছেঁড়া স্মৃতি ধুলো মাখা হলেও
আজও খুঁজি নানা অজুহাতে ।
আজ তোর সাথে বৃদ্ধ হতে চাই ।
হাজার বছর শুধু তোকে চাই ।
Kache eshey amay
Enke dili thonte sukh.
Tuptap adorey, ichhera
Thake na chup.
Mishe jak tor amar
Ghame anka ankibuki.
Aaj tor sathe bridhhyo hotey chai
Hazar Bochor shudhu toke chai.