Khela Sesh Lyrics Arijit Singh Highway Movie
- Song: Khela Sesh
- Singer: Arijit Singh
- Movie: Highway
- Music: Anupam Roy
- Lyrics: Anupam Roy
- Cast: Parambrata Chatterjee, Koel Mallick
Khela sesh song is from the bengali movie "Highway". This song is sung by Arijit Singh. The music of this song is composed by Anupam roy.
Khela sesh lyrics highway in Bengali:
খেলা শেষ, কত চিঠি লেখা
ফিরে এলো না ।
এই বেশ, একই পথ দিয়ে
ফেরা হল না ।
ঘুম শেষ, দূরে ফুটেছিল আলো
তুমি ভালোবাসো বলে ।
ঢেউ নেই, স্রোত নেই, গতি নেই
থেমে গেলে ক্ষতি নেই ।
কন্ঠে আকুতি নেই ।
আগুনের তাপে রোদ
পোড়ে পিঠ ।
ঠোঁটে হাসি টেনে যেই
তুমি ঘুরে তাকাতেই ।
হাতা রাখা আছে পুরোনো কবিতা
ছবিটা সরালেই খেলা শেষ ।
অথবা দুপাশে, ঝড়ে গেছে কত
দিন ছুটি হয়ে গেলে খেলা শেষ ।
খেলা শেষ ।
ছাদ নেই, শুয়ে আছি কতকাল
এ দুচোখে নেশা নেই ।
রঙে মেলামেশা নেই ।
গোলাকার পৃথিবীর মাঝখানে
জমে আছে অভিমান ।
শুনে যেতে হবে গান ।
হাতে রাখা আছে সময়ের কাঁটা
কিছুটা এগোলেই খেলা শেষ ।
মনে আছে কত লুকিয়ে রেখেছি
জমে থাকা ফুরোলেই খেলা শেষ ।
খেলা শেষ, কত চিঠি লেখা
ফিরে এলো না ।
এই বেশ, একই পথ দিয়ে
ফেরা হল না ।
ঘুম শেষ, দূরে ফুটেছিল আলো
তুমি ভালোবাসো বলে ।
খেলা শেষ লিরিক্স অনুপম রায়:
Khela sesh, koto chithi lekha
Phire elo na.
Ei besh, eki poth diye
Fera holo na.
Ghum sesh, dure phootechilo aalo
Tumi bhalobaso bole.
Dhew nei, srot nei, goti nei
Themey gele khoti nei.
Konthe akuti nei.
Aguner taape roud
Porey pith.
Thonte hasi tene jei
Tumi ghure takatei.
Haate rakha ache purono kobita
Chobita soralei khela sesh.
Othoba dupashe, jhore geche koto
Din chuti hoye gele khela sesh.
Khela sesh.
Chad nei, shuye achi kotokal
E duchokhe nesha nei.
Ronge melamasha nei.
Golakar prithibir majhkhane
Jome ache obhiman.
Shune jete hobe gaan.
Haate rakha ache somoyer kanta
Kichuta egolei khela sesh.
Mone ache koto lukiye rekhechi
Jome thaka phurolei khela sesh.