Megheri Khame Lyrics Imran

Megheri Khame Lyrics Imran Mahmudul

Song: Megheri Khame
Singer: Imran Mahmudul
Music: Imran Mahmudul
Lyrics: Robiul Islam Jibon
Cast: Imran Mahmudul & Atiya Anishaa
Label: Dhruba Music Station

Megheri Khame song is sung & composed by Imran Mahmudul.

Megheri Khame Lyrics in Bengali:


কতশত অনুভবে, আবদারে
তোর হাসিতে গল্প লিখি বারেবারে ।
ছিল যত শূণ্যতা, পেয়েছে আজ পূর্ণতা ।
তোরই মাঝে হয়ে গেছি নিলাম ।
মেঘেরই খামে, রোদেরই শিরনামে
ভালোবাসি তোকে, জানিয়ে দিলাম ।

ভাসি চল আকাশের ঐ নীলিমায়
ইচ্ছেরই ডানা মেলে ।
আজ মন তোর সাথে হারাতে চায়
রংধনুর ঐ মিছিলে ।
মিষ্টি কিছু বলে, আঙুল রেখে আঙুলে
তোরই পাশে থাকতে এলাম ।
মেঘেরই খামে, রোদেরই শিরনামে
ভালোবাসি তোকে, জানিয়ে দিলাম ।

উড়ি চল সুখেরই নীল জোছনায়
স্বপ্নেরই রাত্রি ছুঁয়ে ।
দুটি চোখ তোর গায়ে জড়াতে চায়
আবেগে বিভোর হয়ে ।
বৃষ্টি সিঁড়ি বেয়ে, হৃদয় রেখে হৃদয়ে
তোরই ছবি আঁকতে এলাম ।
মেঘেরই খামে, রোদেরই শিরনামে
ভালোবাসি তোকে, জানিয়ে দিলাম ।

Kotoshoto onubhobe, abdare
Tor hasite golpo likhi barebare.
Chilo joto shunyota, peyeche aaj purnyota
Tor e majhe hoye gechi nilam.
Megheri Khame, rouderi shironame
Bhalobasi toke, janie dilam.

Bhasi chol akasher oi nilimay
Echher e dana meley.
Aaj mon tor sathe harate chay
Rongdhonur oi michile.
Misti kichu bole, angul rekhe angule
Tor e pashe thakte elam.
Megheri Khame, rouderi shironame
Bhalobasi toke, janie dilam.

326404665953066090

TRENDING NOW

326404665953066090