Meri Jaan Lyrics Baccha Shoshur


Meri Jaan Lyrics Baccha Shoshur

Song: Meri Jaan
Singer: Anupam Roy
Music & Lyrics: Maharshi Dutta
Cast: Jeet, Koushani, Chiranjit
Label: Surinder Films

Meri Jaan song is from the movie "Baccha Shoshur". This song is sung by Anupam Roy & composed by Maharshi Dutta.

Meri Jaan Lyrics Anupam Roy


মেরি জান মেরি চেন
আমি সদ্য হ্যালোজেন
যে বোঝে বোঝে যায় বলে পাগল ।
একটু উড়তে উড়তে চাই
একটু গুছিয়ে দাঁড়াই
বসি হেলেদুলে চলে যায় পাগল ।
ও মেরি জান মেরি চেন
আমি দুস্টু এরোপ্লেন
উড়ছি অবেলায় বলে পাগল ।
একটু উড়তে উড়তে চাই
হেলেদুলে চলে যায় পাগল
যেন ভূতের রাজা দিলো
একশো বছর দিলো বাঁচার

কিছু মিথ্যে মিথ্যে রোজ
দিলো অচেনা শরৎ
দিলো অঢেল সময় 
দিলো আবার
ও মেরি জান ।

শোনো আলেয়া শহর, 
তুমি চলে যাবে ভোর ।
যদি হাত পেতে রাখি তবু যাবে,
কত পাখিদের ভোর জাগে ।
আমার বাসর বাঁধি খড়কুটো 
ভালোবাসা যাবে ।

মেরি যান মেরি চেন
আমি ছোট্ট হেরিকেন
জালি সাঁঝের বেলায় বলে পাগল
সখি যাতনা বাজায় বাঁশি 
স্রোতের তলায় ভাসি
জলের পরীরা বলে পাগল ।

কত ফাগুন বিকেল দিলো 
চেনা সাইকেল দিলো ।
ধুলোয় রাস্তা কেটে যাবার
কত মুঠো মুঠো রোদ দিলো
বৃষ্টি বসত দিলো
পরশ পাথর ছুঁয়ে যাওয়া
ও মেরি জান ।
326404665953066090

TRENDING NOW

326404665953066090