Ohongkar Lyrics Arman Alif

Ohongkar Lyrics Arman Alif

Song: Ohongkar
Singer: Arman Alif
Music: SK Sameer
Lyrics: Shawon Hossain Raju
Cast: Anan Khan, Tahi

Ohongkar song is sung by Arman Alif. The lyrics is penned by Shawon Hossain. Music of this song is composed by SK Sameer.

Ohongkar Lyrics in Bengali:



আরও সুন্দর হও তুমি,
পরী যেমন হয় ।
উড়তে তোমায়, ঐ বিধাতা
পাখা যেন দেয় ।
মানুষ তুমি নও, দেবী
তবু চমৎকার ।
অহংকারে পা পড়ে না,
মাটিতে তোমার ।
তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার ।
দেখবো তোমার ওড়াওড়ি
থেকে আমি আমার ।

রোদে আমার পুড়ুক দেহ,
চাই না তোমার ছায়া ।
তোমার মতোই পাথর হবো
ভুলবো মায়া দয়া ।

মানুষ তুমি নও, দেবী
তবু চমৎকার ।
অহংকারে পা পড়ে না,
মাটিতে তোমার ।
তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার ।
দেখবো তোমার ওড়াওড়ি
থেকে আমি আমার ।

রাত পোহালেই ঘুম ফুরাবে,
স্বপ্ন যাবে উড়ে ।
কাছে আসতে চাইলে তুমি,
আমি যাবো দূরে ।

মানুষ তুমি নও, দেবী
তবু চমৎকার ।
অহংকারে পা পড়ে না,
মাটিতে তোমার ।
তোমায় ছুঁয়ে দেবার এখন
ইচ্ছে নেই আমার ।
দেখবো তোমার ওড়াওড়ি
থেকে আমি আমার ।

অহংকার লিরিক্স আরমান আলিফ:


Aro sundor how tumi
Pori jemon hoy.
Urtey tomay oi bidhata
Pakha jeno dei.
Manush tumi now, debi
Tobu chomotkar.
Onhongkare paa pore na
Mati te tomar.
Tomay chunye debar ekhon
Ichhe nei amar.
Dekhbo tomar orauri
Theke ami amar.

Roude amar puruk deho
Chai na tomar chaya.
Tomar motoi pathor hobo
Bhulbo maya doya.
326404665953066090

TRENDING NOW

326404665953066090