Parate Majhraate Lyrics in Bengali

Parate Majhraate Lyrics Prem Amar 2 


Song: Parate Majhraate
Singer: Tushar Joshi & Kona
Rap: Saptarshi
Music: Savvy
Lyrics: Ritam Sen
Cast: Puja Cherry Roy, Adrit Roy
Music Label: SVF Music

Parate Majhraate song is from the movie "Prem Amar 2". This song is sung by the pair Tushar Joshi and Kona. Music is composed by Savvy.

Parate Majhraate Lyrics in Bengali:


পাড়াতে মাঝরাতে পড়েছে হুড়োহুড়ি ।
অচেনা ছায়াপথে এলোমেলো উড়াউড়ি ।
তারায় তারায়, তার ইশারায়
বুঝেও কেন বুঝিনা!!

তুমি দেখিয়াও দেখিলা না ।
শুনিয়াও শুনলা না ।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নেভাইয়া গেলা না ।

অকাল বাদলে, মেঘের মাদলে
মনের বদলে মনই মানায় ।
চোখের আড়ালে এক পা বাড়ালে
হঠাৎ হারালে, বুক কেঁপে যায় ।
আলো আঁধার, লাগায় ধাঁধা
চিনেও কেন চিনিনা!!

তুমি দেখিয়াও দেখিলা না ।
শুনিয়াও শুনলা না ।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নেভাইয়া গেলা না ।

গোপন ছোঁয়ারা, রঙের ফোয়ারা
মাতাল হাওয়ারা চিঠি পাঠায় ।
দুষ্টুমি চলে হাওয়া বদলে
খুনসুটি হলে কি আসে যায়।
যখনই পাই, পেয়ে হারাই ।
খুঁজবো কোথায় জানিনা ।

তুমি দেখিয়াও দেখিলা না ।
শুনিয়াও শুনলা না ।
তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন
নেভাইয়া গেলা না ।

326404665953066090

TRENDING NOW

326404665953066090