Shagorika Lyrics Mahtim Shakib Cover Ayub Bachchu

Shagorika Lyrics Mahtim Shakib Cover

Cover credits:

Song: Shagorika
Singer: Mahtim Shakib

Original credits:

Singer: Ayub Bachchu & Kanak Chapa
Album: Sagarika
Lyrics: Kabir Bakul
Music: Alauddin Ali
Label: G-Series

Shagorika song is covered by Mahtim Shakib. This song was originally sung by Ayub Bachchu.

Shagorika Lyrics MayMah Shakib in Bengali:

আকাশ ছুঁয়েছে মাটিকে,
আমি ছুঁয়েছি তোমায় ।
প্রজাপতি ছুঁয়েছে ফুল,
তুমি ছুঁয়েছো আমায় ।
সাগরিকা, বেঁচে আছি
তোমারি ভালোবাসায় ।

আকাশে বাতাসে
এই কথা জানিয়ে দেবো ।
তোমাকে না পেলে
আমি তখনই মরে যাবো ।
সাগরিকা, বেঁচে আছি
তোমারি ভালোবাসায় ।

আকাশ ছুঁয়েছে মাটিকে,
আমি ছুঁয়েছি তোমায় ।
প্রজাপতি ছুঁয়েছে ফুল,
তুমি ছুঁয়েছো আমায় ।
সাগরিকা, বেঁচে আছি
তোমারি ভালোবাসায় ।

বিরহে, মিলনে
আছো আনন্দ অভিমানে ।
চাওয়াতে, পাওয়াতে
আছো এই জীবনের গানে ।
সাগরিকা, বেঁচে আছি
তোমারি ভালোবাসায় ।।

Akash chuyeche matike
Ami chuyechi tomay.
Projapoti chuyeche phool
Tumi chuyecho amai.
Sagarika benche achi
Tomari bhalobasai.


326404665953066090

TRENDING NOW

326404665953066090