Abahon Lyrics Habib Wahid featuring Porshi
Song: AbahonSinger: Porshi
Music: Habib Wahid
Lyrics: Faujia Sultana Poly
Abahon song is sung by Porshi. The music is composed by Habib Wahid.
Abahon song lyrics in Bengali by Porshi:
কি এমন আবাহন তোর ছায়ায় ।
মানে না মন বারন, তোর পাড়ায় ।
কি এমন আবাহন তোর ছায়ায় ।
মানে না মন বারন, তোর পাড়ায় ।
তোর অবাক চোখ, অবুঝপনায়
কি করে বল তোকে আরো জানতে পাই ।
ছুঁয়ে ছুঁয়ে বসবাস,
চেনা জানার ইচ্ছে আভাস ।
অলিগলি তোর চারিপাশ তাই
আমার করেছি ।
বুঝে নে কতটা ভালোবেসেছি ।
ভীরু মনে গোপনে গেয়ে চলেছি ।
তুই আমার, তুই যে আমার ।
আমি যে ভালোবেসেছি ।
বুঝিসনা কতটা কাছে রয়েছি ।
জেনে নে কতটা ভেবে রেখেছি ।
যতটা ভেবেছিস, তারও বেশী ।
তুই আমার, তুই যে আমার ।
আমি যে ভালোবেসেছি ।
বুঝিসনা কতটা মিশে রয়েছি ।
এ কেমন সমর্পণ, তোর ভাবনায় ।
তোর ছোঁয়াতিস হরন কল্পনায় ।
তোর চুপকথায় পাগলপারা
কি করে বল তোকে মন বোঝায় ।
চোখের পাশে গল্পে হারায়
ধোঁয়া ধোঁয়া স্বপ্নের মায়ায় ।
তোর বুকে আমার নিঃশ্বাস
আজ বেঁচে থাকা দায় ।
বুঝে নে কতটা ভালোবেসেছি ।
ভীরু মনে গোপনে গেয়ে চলেছি ।
তুই আমার, তুই যে আমার ।
আমি যে ভালোবেসেছি ।
বুঝিসনা কতটা কাছে রয়েছি ।
জেনে নে কতটা ভেবে রেখেছি ।
যতটা ভেবেছিস, তারও বেশী ।
তুই আমার, তুই যে আমার ।
আমি যে ভালোবেসেছি ।
বুঝিসনা কতটা মিশে রয়েছি ।
Ki emon abahon tor chayai
Mane na mon baron, tor parai.
Tor obak chokh obujhponay
Ki kore bol toke arro jante pai.
Chunye chunye bosobas
Chena jana echher abhas.
Oligoli tor charipash tai
Amar korechi.
Bujhe ne koto ta bhalobesechi
Bhiru mone gopone geye cholechi
Tui amar, tui je amar
Ami je bhalobesechi.
Bujhisna koto ta kache royechi.