Chhiley Bondhu Lyrics Finally Bhalobasha
Song: Chhiley BondhuMovie: Finally Bhalobasha
Singer: Neel Dutt
Music: Neel Dutt
Lyrics: Anjan Dutt
Cast: Anjan Dutt, Raima Sen, Arjun Chakrabarty, Anirban Bhattacharya, Sauraseni Maitra.
Label: SVF Music
Chhiley Bondhu / Chile Bondhu song is from the movie Finally ভালোবাসা । This song is Sung by Neel Dutt. He also composed the music. The lyrics is penned by Anjan Dutt.
Chhiley Bondhu Lyrics in Bengali Finally Bhalobasha:
যে শহর চাইনি তা,
জীবনের সবথেকে সুন্দর ।
যে আদর খাইনি তা,
জীবনের সবথেকে প্রবল আদর ।
যে পথে যায়নি তা,
খুঁজে মরে অযথা ।
সেই পথেই বেঁধেছি যে ঘর ।
ছিলে বন্ধু কি সাত-জন্মের
তুমি আমার ।
ভালো মন্দ যেখানে একাকার ।
যদি দেখা হয়ে যায়,
কোনো অন্য দুনিয়ায় ।
তুমি চিন্তে পারবে কি আমায় আবার?
যে আশা দেখিনি, সেই প্রদীপের
নিভে গেছে সলতে ।
যে ভাষা শিখিনি, তা বড্ড ভালো
লাগে যে বলতে ।
একটা মিষ্টি প্রেমের দিন
যদি নাম হয় দার্জিলিং
কুয়াশার ভেতরে চলতে চলতে ।
ছিলে বন্ধু কি সাত-জন্মের
তুমি আমার ।
ভালো মন্দ যেখানে একাকার ।
যদি দেখা হয়ে যায়,
কোনো অন্য দুনিয়ায় ।
তুমি চিন্তে পারবে কি আমায় আবার?
Je shohor chaini ta
Jiboner sobtheke sundor.
Je aador khaini taa,
Jiboner sobtheke probol aador.
Je pothey jaini taa,
Khunje morey ojotha.
Sei pothei bendhechi je ghor.
Chhiley bondhu ki saat jonmer
Tumi amar?
Bhalo mondo jekhane ekakar.
Jodi dekha hoye jai,
Kono onnyo duniyai.
Tumi chintey parbey ki
Amay abar?