Icchera Lyrics (ইচ্ছেরা) Ahaa Re Movie - Ishan Mitra - Rituparna Sengupta
Song: Icchera
Movie: Ahaa Re
Singer: Ishan Mitra
Music: Souvik Gupta (Savvy)
Lyrics: Subhadeep Kantal
Cast: Rituparna Sengupta, Arifin Shuvoo & Amrita Chattopadhyay
Label: Zee Music Company
Icchera song is from the movie "Ahaa Re". This song is sung by Ishan Mitra. Music is composed by Savvy. Rituparna Sengupta & Arifin Shuvoo leading the cast.
ইচ্ছে আমার, তোমায় খোঁজা
তারাদের পথ ধরে ।
তোমার ঠিকানা, আজও অজানা
জানিনা কতদূরে ।
আর নতুন শহরের বাহানাও জানে
তুমিহীনা হে আমার ।
আমার ঘুমহীন রাতেরাও হয়তো মানে
অভিমানের অধিকার ।
ইচ্ছেরা তোমায়, নিয়ে যে যাবে
কান্না-হীন ঐ দেশে ।
ও মন, তোর ইশারায়, আয় বাঁধি
জীবনের তরি ।
ও মন, আজ বুঝে নে
এই গল্পতে আমি তোরই ।
শিখেছি, শিখেছি, মেনেছি তোমাকেই ।
হৃদয়ের ভাষাতে শুনেছি তোমাকেই ।
তবু মনে হয়, ঐ কাজল চাওয়ায়
হাতের রেখা যে হাসে ।
ইচ্ছে আমার, বৃষ্টি ভেজার
তোমার শ্রাবণে ।
হাসি আমার সাথে তোমার
রেখো খেয়ালে ।
আর ভাবনারা আমার, গানে তোমার
নতুন কোনো সুর শোনে ।
আজ খুশিরা আমার সাথে তোমার
আনমনে স্বপ্ন বোনে ।
ইচ্ছেরা তোরা, ভালো যে থাকিস
ভালোবাসাতে ।
ও মন, তোর ইশারায়, আয় আঁকি
নতুন এক ছবি ।
ও মন, আজ বুঝে নে
তোরই জীবনের রঙে আমি ।
ও মন, তোর ইশারায়, আয় বাঁধি
জীবনের তরি ।
ও মন, আজ বুঝে নে
এই গল্পতে আমি তোরই ।
Icche amar, tomay khonja
Tarader poth dhore.
Tomar thikana, aajo ojana
Janina kotodure.
Arr notun shohorer bahanao jane
Tumi hina hey amar.
Amar ghum hin raaterao mane
Obhimaner odhikar.
Ichhera tomay, niye je jabe
Kanna hin oi deshe.
O mon, tor isharay, aay bandhi
Jiboner tori.
O mon, aaj bujhe ne
Ei golpote ami tor-e.