Jibon Re Lyrics Prem Amar 2
Song: Jibon ReMovie: Prem Amar 2
Singer: Arindom
Music: Savvy
Lyrics: Ritam Sen
Label: SVF Music
Jibon Re song is sung by Arindom. Music is composed by Savvy and the lyrics is penned by Ritam Sen.
Jibon Re Lyrics in Bengali Prem Amar 2:
(ও জীবন রে, তুই ছাড়িয়া যাসনে মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে, আদর করবে কে
জীবন রে )
ভাবতে পারছি না, তুই ছাড়া
খুঁজছে তোকে সব চিন্তারা । (×2)
সব খালি খালি লাগে সবসময়
কেন শুধু শুধু বল কষ্ট হয় ।
তোকে পাবোনা ভেবে
করছে ভয় আমার । (×2)
বলনা কি দোষ করেছি?
এই নে দু'কান ধরেছি ।
আজ ক্ষমা করে দে আমায় ।
(ও জীবন রে, তুই ছাড়িয়া যাসনে মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে, আদর করবে কে
জীবন রে )
কান্না পাচ্ছে খুব, শোননা তুই ।
স্বপ্নে দিলে ডুব, তোকে ছুঁই ।
কেন চলে গেলি দূরে জানি
মন খুঁজে খুঁজে ফেরে ঠিকানা
তোকে ছাড়া কেন প্রাণ
বাঁচেনা আমার ।
সব খালি খালি লাগে সবসময়
কেন শুধু শুধু বল কষ্ট হয় ।
তোকে পাবোনা ভেবে
করছে ভয় আমার ।
বলনা কি দোষ করেছি?
এই নে দু'কান ধরেছি ।
আজ ক্ষমা করে দে আমায় ।
(ও জীবন রে, তুই ছাড়িয়া যাসনে মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে, আদর করবে কে
জীবন রে )
(O Jibon Re tui charia jasne morey
Tui jibon charia gele, aador korbe ke
Jibon Re)
Bhabte parchina tui chara
Khunjche toke sob chinta ra.
Sob khali khali lage sob somoy
Keno shudhu shudhu bol koshto hoy.
Toke pabo na bhebe
Korche bhoy amar.
Bolna ki dosh korechi
Ei ne du'kaan dhorechi
Aaj khoma kore de amay.