Song: Kichu Chena Mukh
Movie: Borof
Singer: Anupam Roy
Music & Lyrics: Pt. Debojyoti Bose
Cast: Indrani Halder, Swatilekha Sengupta, Shataf Figar
Label: Time Music India
Kichu Chena Mukh song is sung by Anupam Roy. This song is from the movie "Borof". Pt. Debojyoti Bose composed the music.
কিছু চেনা মুখ, আর অচেনা সুখ
প্রতিদিন স্বপ্ন দেখায় ।
জীবন নাকি জীবনধারায়
মনতো শুধু এই দোটানায় ।
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায় ।
সামনের পথ নাকি স্থবির স্মৃতি ।
আগামীর গান নাকি পুরোনো গীতি ।
সামনের পথ নাকি স্থবির স্মৃতি ।
হঠাৎ থেমে যাওয়া সময় যেন
চোখে ভাসছে ।
আর ভাবছে দাঁড়িয়ে পথের কিনারায় ।
জীবন নাকি জীবনধারায়
মনতো শুধু এই দোটানায় ।
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায় ।
হয়তো পড়ে থাকা জীবনবেলায়
আজ, কাল আর পরশুর গল্প হারায় ।
হয়তো পড়ে থাকা জীবনবেলায় ।
সময়ে অসময়ে ভেঙে যাওয়া মন যেন বলছে
শুধু বলছে, অবুঝ চোখের ভাষায় ।
জীবন নাকি জীবনধারায়
মনতো শুধু এই দোটানায় ।
বরফ গলা বাস্তবতায়
বৃষ্টি কেন চোখের পাতায় ।
Kichu chena mukh, arr ochena sukh
Protidin swopno dekhay.
Jibon naki jibon dharay
Mon toh shudhu ei dotanay.
Borof gola bastobotay
Bristi keno chokher paatay.