Song: Tomar Bhetor Theke
Singer: Piya Chakraborty
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy & Piya Chakraborty
Tomar Bhetor Theke song is sung by Piya Chakraborty. Music is composed by Anupam Roy. The lyrics is penned by both of them.
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে;
তোমার ঘরের ভেতর
আমার ঘর ।
এখন মন, অন্যজন
তোমার আয়নায় নেই আমি ।
বৃষ্টিহীন, ক্লান্ত দিন
আমার কথার পাগলামি ।
তুমি আমায় চেনো কী?
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে;
তোমার ঘরের ভেতর
আমার ঘর ।
আমার অগোচরে তুমি
আছো নানান স্তরে ।
যখন তখন তোমায়
ছুঁতে পাই ।
কত যে মাস, এই প্রবাস ।
তোমার চিন্তায় নেই আমি ।
চলেছি তাই, গ্রহ-তারায়
কোথায় গিয়ে যে থামি ।
তুমি আমায় চেনো কী?
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে;
তোমার ঘরের ভেতর
আমার ঘর ।।
Tomar bhetor theke amay
Jei enecho deke;
Tomar ghorer bhetor
Amar ghor.
Ekhon mon onnyojon
Tomar aaynai nei ami.
Bristi hin klanto din
Amar kothar paglami.
Tumi amay cheno ki?