Poem: Hoytoh Sukhi (হয়তো সুখী)
Written by: Suman Mondal
রাত ছুটছে ঠিক যেন
চলন্ত ট্রেনটার সাথে।
কে যে কবে,
কার সাথে মুখোমুখি হবে
তার চিত্রনাট্য লেখা বাকি আছে।
একবার রাত যেই পাবে
ভোরের দেখা,
তখন সময়ের চাকা স্থির।
আর যে ছেলেটার নাম ভাসতো
ফোনের ওপ্রান্তে,
সেও বোধহয় রাত-ভোরের
কাছাকাছি পৌঁছে গেছে
সকালের অপেক্ষায়।
ঘুম পাড়ানির দেশে এখনো
ফিসফিসিয়ে কত মন খারাপ আসছে,
তোমরা থেকো তার অপেক্ষায় ।
সবারই বুক ভাঙবে।
যৌনতার বিষ ছড়িয়ে গেছে
ভালোবাসার বাতাসে।
পারবে কি আমার মতোন
অল্পতে খুশি হতে?
যদি পারো, তবে কাছাকাছি এসো।
বৃদ্ধ গাছের ছায়ায় একটু জিড়িয়ে নিও।
ভালোবাসা কি সত্যি মাপা যায়?
যদি যেতো, তবে প্রতিটা গল্পে
প্রেমিক প্রেমিকার মিলন হতো।
হতো কি? নাকি সেখানেও
তুমি আমি সবাই হয়তো
দেখছি সুখী হওয়ার অভিনয়।।