Aj Amar Akash Lyrics Rupankar Bagchi From Sweater Movie
- Song: Aj Amar Akash
- Movie: Sweater
- Singer: Rupankar Bagchi
- Music: Ranajoy Bhattacharjee
- Lyrics: Ranajoy Bhattacharjee
- Cast: Isha
Aj Amar Akash song is sung by Rupankar Bagchi. This song is from the bengali movie "Sweater". For Music & Lyrics, the credit goes to Ranajoy Bhattacharjee. Aj Amar Akash Song Lyrics.
Aj Amar Akash Official Video Sweater Movie:
Aj Amar Akash Lyrics in Bengali:
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে।
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ওই পুড়ে যাওয়া আগুনের আঁচে।
তবু তোমার আকাশ বৃষ্টি আঁকে
পথ শিশির ভেজা গন্ধ মাখে।
আজ তোমার আকাশ বৃষ্টি আঁকে
পথ শিশির ভেজা গন্ধ মাখে।
মৃত শহরতলির বাঁকে বাঁকে, আঁকে বাঁকে।
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে।
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ওই পুড়ে যাওয়া আগুনের আঁচে।
যেন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছি,
যেন ঘরে ফিরে যাওয়া মৌমাছি।
কত দেওয়া-নেওয়া বাকি রয়ে গেছে,
হেরে যাওয়াতেও ভালোলাগা আছে।
এরা হিসেব করেও দুঃস্বপ্ন দেখে,
প্রেম হাত পাতলেও, তাকে সরিয়ে রাখে।
আর আমি তোমায় নিয়ে বাঁচি,
আজ তোমায় ভেবেই ভালো আছি।
আজ আমার আকাশ লিরিক্স সোয়েটার সিনেমা:
Aj Amar Akash Jure sandhya naameTrain station a pouchonor agei thamey.
Mon tomar uthon jure banche,
Oi purey jawa aguner anche.
Tobu tomar akash bristi ankey
Poth shisir bheja gondho makhe.
Aj Tomar Akash bristi ankey.
Poth shisir bheja gondho makhe.
Mrito shohortolir banke banke, anke banke.
Jeno choriye chitiye pore achi
Jeno ghore phire jawa moumachi.
Koto dewa newa baki roye geche
Herey jawateo bhalo laga ache.
Era hiseb koreo duswopno dekhe
Prem haat paatleo soriye rakhe.
Arr ami tomay niye banchi
Aaj tomay bhebei bhalo achi.