Mon Mon Amar Lyrics Kusumitar Gappo
Song: Mon Mon AmarMovie: Kusumitar Gappo
Singers: Surojit Chatterjee & Prashmita Pal
Music: Surojit Chatterjee
Lyrics: Kamolini Chatterjee
Cast: Ushasie Chakraborty, Shiltan Paul, Soumita Chatterjee, Madhabi Mukhopadhyay & Others.
Label: Zee Music Company
Mon Mon Amar song is from the movie "Kusumitar Gappo". This song is sung by Surojit Chatterjee & Prashmita Pal. Music is composed by Surojit Chatterjee. Lyrics is penned by Kamolini Chatterjee.
Mon Mon Amar Official Video Song Kusumitar Gappo:
Mon Mon Amar Lyrics in Bengali from Kusumitar Gappo:
শহর জুড়ে বৃষ্টি হারিয়েছিস তুই,
বিচ্ছিন্ন সমস্ত যোগাযোগ ।
আকাশী স্বপ্ন হাতের তালুতে,
আঁকড়ে থাকার শেষ সুযোগ ।
(হুমম হুমম)
শহর জুড়ে বৃষ্টি হারিয়েছিস তুই,
বিচ্ছিন্ন সমস্ত যোগাযোগ ।
আকাশী স্বপ্ন হাতের তালুতে,
আঁকড়ে থাকার শেষ সুযোগ ।
পরস্পর কথা বাক্সবন্দী,
যন্ত্রণা রাখিস তুই যত্ন করে ।
সিলিং ছোঁয়া মেঘ, সমস্ত কালো
নিঃসঙ্গ নিঃশ্বাস, নিস্তব্ধ ভীড়ে ।
মন, মন আমার
মন, মন আমোর
মন, মন আমার
মন, মন আমার ।
ভেজা ভেজা স্মৃতি ঘেরা
ইয়ে বেচ্যান দিল,
মুঝে পলপল সতায়ে ।
আবছায়া ছায়া ঘেরা সারাদিন সারাদিন
সরে যায় ধুলো পায়ে পায়ে । (২ বার)
বোঝোনা, বোঝার অভিমানে ।
সময় যায় উড়ে, দুই হাত ছাড়িয়ে ।
মন, মন আমার
মন, মন আমোর
মন, মন আমার
মন, মন আমোর ।
ডানা ভেঙে বসে আছি
একলা এক কোণে ।
একলা মন, একলা চোখের জল ।
ধীরে ধীরে সরে যাওয়া পর্দার আড়ালে
মন রে মন, তুই কি করবি বল । (২ বার)
এখনো সারারাত বাকি;
তারারা নিভে যায় সব এক এক করে ।
মন, মন আমার
মন, মন আমোর
মন, মন আমার
মন, মন আমার ।
মন মন আমার গানের লিরিক্স কুসুমিতার গপ্পো সিনেমা থেকে:
Shohor jure bristi hariyechis tui
Bichhinno somosto jogajog.
Akashi swopno haater taalu tey
Ankrey thakar shesh sujog.
(Hmm Hmm)
Porospor kotha baksobondi
Jontrona rakhis tui jotno kore.
Ceiling chowa megh, somosto kalo
Nisongo niswas, nistobdho bhire.
Mon Mon Amar
Mon, Mon Amor
Mon Mon Amar
Mon, Mon Amor
Bheja bheja smriti ghera
Yeh bechan dil
Mujhe pal pal sataye.
Abchaya chhaya ghera saradin saradin
Sorey jay dhulo paaye paaye.
Bojhona bojhar obhimane
Somoy jai urey, dui haat chariye.
Mon Mon Amar
Mon, Mon Amor
Mon Mon Amar
Mon, Mon Amor
Daana bhenge bosey achi
Ekla ek kone.
Ekla mon, ekla chokher jol.
Dhire dhire sorey jawa pordaar araley
Mon re mon, tui ki korbi bol.
Ekhono sara raat baki
Tara ra nibhe jai ek ek kore.