O Mon Lyrics Ke Tumi Nandini
Song: O MonMovie: Ke Tumi Nandini (কে তুমি নন্দিনী)
Singers: Ishan Mitra & Trissha Chatterjee
Music: Amlaan
Lyrics: Prasen
Cast: Bonny Sengupta, Rupsha Mukhopadhyay and Others.
Music Label: SVF Music
O Mon song is from the movie "Ke Tumi Nandini". This song is sung by Ishan Mitra & Trissha Chatterjee. Music is composed by Amlaan.
O Mon Lyrics in Bengali Ke Tumi Nandini:
শুনে যাই, শুধু শুনে যাই
আর দিনগুলো গুনে গুনে যাই ।
শুনে যাই, কথা বুনে যাই
আর ভাবতে থাকি, কবে তোকে শোনায় ।
যতদূরে দূরে চলি
কাছেপিঠে ঘুরে চলি ।
মনে হয় বলে ফেলি, ভালোবাসি তোকে ।
ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি
ও মন, তুই আমায় আজি
দে, বলে দে ।
ও মন, কেন অন্যরকম
তোর চোখের ভাষা ।
ও মন, তুই ভালোবাসা
দে, বলে দে ।
ভুলে ভরা পৃথিবীটা
যেন তোর নামেতে সত্যি হয়।
আমারও তো বেঁচে থাকা
তোর জন্যে যেমন মিথ্যে নয়। (২ বার)
যতদূরে দূরে চলি
কাছেপিঠে ঘুরে চলি ।
মনে হয় বলে ফেলি, ভালোবাসি তোকে ।
ও মন, তুই ভীষণ পাজি
ও মন, কেন হোস না রাজি
ও মন, তুই আমায় আজি
দে, বলে দে ।
ও মন, কেন অন্যরকম
তোর চোখের ভাষা ।
ও মন, তুই ভালোবাসা
দে, বলে দে ।
কে তুমি নন্দিনী গানের কথা:
Shune jai, shudhu shune jai
Arr dingulo guney guney jai.
Shune jai, kotha bune jai
Arr bhabte thaki, kobe toke shonai.
Jotodure dure choli
Kache pithe ghure choli
Mone hoy bole feli
Bhalobasi toke.
O mon, tui bhison paji
O mon, keno hosna raji.
O mon, tui amai aaji
De bole de.
O mon, keno onnyorokom
Tor chokher bhasa
O mon, tui bhalobasa
De bole de.
Bhule bhora prithibita
Jeno tor naame te sottyi hoy
Amaro toh benche thaka
Tor jonnyo jemon mithye noy.