Tomar Moner Bhetor Lyrics Noble Vinci Da
Song: Tomar Moner BhetorMovie: Vinci Da
Singer: Noble
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Starring: Rudranil Ghosh, Ritwick Chakraborty, Sohini sarkar, Anirban Bhattacharya, Riddhi Sen
Tomar Moner Bhetor song is sung by Bangladeshi singer NOBLE. This song is from the bengali movie "Vinci Da". Anupam Roy composed the music. The lyrics is penned by him. Tomar Moner Bhetor Lyrics. Tomar Moner Bhetor Song Lyrics. Tomar Moner Bhetor Song Lyrics By Noble Man.
Tomar Moner Bhetor Lyrics in Bengali Vinci Da:
তোমার মনের ভেতর যাই
মুখের ভিড়ে মুখোশ পাই ।
ঘাসের ফাঁকে, লুকিয়ে থাকে
শিকারি যেন ।
তোমার চোখের ভেতর যাই
হাত দেখিয়ে ট্রেন থামাই ।
লুকোনো আঘাত, রক্তপাত
থামেনা কেন?!
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয় ।
সে বেঁচে আছে শহরের এক কোণে
সে মৃত মানুষের চিৎকার শোনে ।
সে বেঁচে আছে শহরের এক কোণে
সে মৃত মানুষের চিৎকার শোনে
প্রতিদিন ।
তোমার ঘরের ভেতর যাই
চামরা পোড়ার গন্ধ পাই ।
চারিদিকে তার, অন্ধকার
চেপে ধরে ।
তোমার বুকের ভেতর যাই
খাঁচায় রাখা লালন সাঁই ।
মানব জনম্, হবে খতম
অপার হয়ে ।
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয় ।
সে বেঁচে আছে শহরের এক কোণে
সে মৃত মানুষের চিৎকার শোনে ।
সে বেঁচে আছে শহরের এক কোণে
সে মৃত মানুষের চিৎকার শোনে
প্রতিদিন ।
তোমার মনের ভেতর গানের কথা ভিঞ্চি দা:
Tomar Moner Bhetor Jai
Mukher bhire mukhosh pai.
Ghaser phanke, lukiye thake
Shikari jeno.
Tomar chokher bhetor jai
Haat dekhiye train thamai.
Lukono aghaat, roktopaat
Thamey na keno.
Tumi dekhcho take, bhabcho jake
Sey asol manush noy.
Sey benche ache shohorer ek kone
Sey mrito manusher chitkar shone.
Protidin.
Tomar Ghorer Bhetor jai
Chamra porar gondho pai.
Charidike tar, ondhokar
Chepe dhore.
Tomar buker bhetor jai
Khanchai rakha lalon snai.
Manob jonom, hobe khotom
Opar hoye.