Wool Bonar Panchali Lyrics From Sweater Movie
Song: Wool Bonar PanchaliMovie: Sweater
Singer: Anindya Chatterjee
Music: Anindya Chatterjee
Lyrics: Anindya Chatterjee
Label: Innovative Music
Wool Bonar Panchali song is sung, composed & written by Anindya Chatterjee. This song is from the bengali movie "Sweater".
Wool Bonar Panchali Official Video Song:
Wool Bonar Panchali Lyrics in Bengali:
তুমি কি শুনলে, না জেনে বুনলে
জট যাবেই পাকিয়ে।
তার কিছুটা খুলবে, প্রশ্ন ঝুলবে
জীবন অবাক তাকিয়ে।
দু'হাতে কাঁটা, অযথা হাঁটা
গত জন্মের টুকরো ভুল।
গলার মাপে, কি যেন কাঁপে
রোদে ছেঁড়া খোঁড়া উল।
তিন ঘর সোজা, এক ঘর উল্টো
শেষ হলে ভুল বোঝা
যদি দরজারা খুলতো।
আর এফোঁড় ওফোঁড়, এফোঁড় ওফোঁড়, এফোঁড় ওফোঁড়
উল কাঁটা বুকের উপর।
বুনে বুনে যাই
ডাক, শুনে শুনে পিছনে তাকাই
দিন, গুনে গুনে যাই।
মায়াবী উল টুপি, দেখেছে চুপি চুপি
মেঘে ঢাকা আজল-কাজল চোখ।
কুয়াশা ঢেকে দেওয়া টয় ট্রেনে
বেচারি আহাম্মক ।
তিন ঘর সোজা, এক ঘর উল্টো
শেষ হলে ভুল বোঝা
যদি দরজারা খুলতো।
আর এফোঁড় ওফোঁড়, এফোঁড় ওফোঁড়, এফোঁড় ওফোঁড়
উল কাঁটা বুকের উপর।
বুনে বুনে যাই
ডাক, শুনে শুনে পিছনে তাকাই
দিন, গুনে গুনে যাই।
Tumi ki shunle, na jene boonley
Jot jabei pakiye.
Taar kichuta khulbe, proshno jhulbe
Jibon obak takiye.
Du haate kanta, ojotha hanta
Goto jonmer tukro bhul.
Golar maape, ki jeno kanpe
Roudey chenra khonra wool.
Teen ghor soja, ek ghor ulto
Shesh holey bhul bojha
Jodi dorjara khulto.
Arr enfor onfor, enfor onfor, enfor, onfor
Wool kanta buker upor.
Boone boone jai
Dak shune pichone takai
Din gune gune jai.