Pora Mon Lyrics Ke Tumi Nandini

Pora Mon Lyrics Raj Barman From Ke Tumi Nandini

Song: Pora Mon
Movie: Ke Tumi Nandini
Singers: Raj Barman & Trissha Chatterjee
Lyrics: Prasen
Music: Amlaan
Cast: Bonny Sengupta, Rupsha Mukhopadhyay, Saurav Das, Gaurav Chatterjee, Saayoni Ghosh, Sayantani Guhathakurta.
Label: SVF MUSIC

Pora Mon song is sung by Raj Barman & Trissha Chatterjee. This song is from the movie "Ke Tumi Nandini". Music is composed by Amlaan & the lyrics is penned by Prasen.

Pora Mon Lyrics in Bengali Ke Tumi Nandini:


ওরে পোড়া মন, ওরে পোড়া মন
পুড়ে পুড়ে যায়, যখন তখন ।
ওরে পোড়া মন, ওরে পোড়া মন
জ্বলে পুড়ে ছাই, নিজের মতন ।

তোকে ছাড়া চলেনা
রাত রাত ঢলে না ।
কোনো কথা বলেনা এ মন ।

আমায় ডোবাইলি রে,
আমায় ভাসাইলি রে ।
অকূল দরিয়ার বুঝি
কূল নাই রে ।

সেই ঘুমের অতলে গভীরে
আমি চাই, তুমি এসো ফিরে ফিরে ।
সেই ঘুমের অতলে গভীরে
আমি চাই, তুমি এসো ফিরে ফিরে ।

তোকে ছাড়া চলেনা
রাত রাত ঢলে না ।
কোনো কথা বলেনা এ মন ।

আমায় ডোবাইলি রে,
আমায় ভাসাইলি রে ।
অকূল দরিয়ার বুঝি
কূল নাই রে । (২ বার)

পোড়া মন লিরিক্স কে তুমি নন্দিনী:


Ore Pora Mon, Ore Pora Mon
Purey purey jai, jokhon tokhon.
Ore pora mon, ore pora mon
Jwole purey chhai, nijer moton.

Toke chhara cholena
Raat raat dholena.
Kono kotha bolena ei mon.

Amay dobaili re
Amay bhasaili re
Okul doriyar bujhi
Kool nai re.

Sei ghumer otoley gobhire
Ami chai tumi esho phire phire.



326404665953066090

TRENDING NOW

326404665953066090