Song: Alote Alote Dhaka
Movie: Konttho
Music, Lyrics, Singer: Anupam Roy
Alote Alote Dhaka song is from the movie "Konttho". This song is sung, composed & written by Anupam Roy.
আমাকে কেউ বলেছিল এ মহাসাগরের ঢেউ-
আমাকে নিয়ে ভেসে যাবে একদিন;
যেখানে সৈকত কিছু মসৃণ ।
আলোতে আলোতে ঢাকা ।
আলোতে আলোতে ঢাকা ।
মুখ বুজে কিভাবে বেঁচে আছি ধারণায় নেই ।
কখনও ভোর রাতে ঘুম ভেঙে যায় ।
কন্ঠ ভরে বুঝি গাইছে সবাই-
আলোতে আলোতে ঢাকা ।
আলোতে আলোতে ঢাকা ।
আমার বুকে সূর্যের বাসা,
আমার বুকে বাঁচার তাগিদ ।
আমার মনে হিমালয় আশা,
সময় কিনে চাইনি রসিদ ।
আমার ঈশ্বর চিনে নেবে আমায় ।
আমি দাঁড়িয়ে তার দরজায় ।
রোজ এক স্বপ্ন দেখা,
আলোতে আলোতে ঢাকা ।
নিয়ে চলো, এখানে কবে থেকে আছি বলো ।
শুনেছি সেখানে আকাশের গায়,
না বলা কত কথা ভেসে বেড়ায় ।
আলোতে আলোতে ঢাকা ।
আলোতে আলোতে ঢাকা ।
আরও দূরে আমার এ চেতনাকে সঙ্গী করে
যে তৃণভূমি আজ তুলছে আওয়াজ
সেখানে সোনা রোদে গুনেছে কোলাজ ।
আলোতে আলোতে ঢাকা ।
আলোতে আলোতে ঢাকা ।
আমার বুকে সূর্যের বাসা,
আমার বুকে বাঁচার তাগিদ ।
আমার মনে হিমালয় আশা,
সময় কিনে চাইনি রসিদ ।
আমার ঈশ্বর চিনে নেবে আমায় ।
আমি দাঁড়িয়ে তার দরজায় ।
রোজ এক স্বপ্ন দেখা,
আলোতে আলোতে ঢাকা ।
Amake kew bolechilo ei mohasagorer dhew
Amake niye bhese jabe ekdin.
Jekhane saikat kichu mosreen.
Alote Alote Dhaka.
Alote Alote Dhaka.
Mukh buje kibhabe benche achi dharonay nei.
Kokhono bhor raate ghum bhenge jay.
Konttho bhore bujhi gaiche sobai
Alote Alote Dhaka.
Alote Alote Dhaka.
Amar bukey surjyer basa.
Amar bukey banchar tagid.
Amar mone himaloy asha.
Somoy kine chaini rosid.
Amar ishor chine nebe amay.
Ami danriye tar dorjay.
Roj ek swopno dekha.
Alote Alote Dhaka.