Bhalobasha Tarpor Lyrics Arnob
- Song: Bhalobasha Tarpor
- Singer: Arnob
- Album: Hok Kolorob
Bhalobasha Tarpor song is sung by Arnob. This song is from the album "Hok Kolorob". "Bhalobasha Tarpor" is often spelled by "Bhalobasa Tarpor" or "Valobasa Tarpor" or "Bhalobasha Tar Por". Bhalobasha tarpor lyrics. Bhalobasha tarpor song lyrics. Bhalobasa tarpor lyrics.
Bhalobasha Tarpor Lyrics in Bengali:
কষ্টগুলো শিকড় ছড়িয়ে
ঐ ভয়ানক চাঁদটার সাথে,
স্বপ্নের আলোতে যাবো বলে-
যখন চোখ ভিজে যায় রাতে । [2 বার]
ভালোবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস ।
বহুদিন আগে তারাদের আলো
শূণ্য আঁধার আকাশ । [2 বার]
প্রখর রোদে পোড়া পিঠ
আগুনের কুন্ডে সেঁকা হাত ।
শিশির ছোঁয়ায় পাবে হাসি
অন্ধকারে কেটে যাবে রাত । [2 বার]
ভালোবাসা তারপর দিতে পারে
গত বর্ষার সুবাস ।
বহুদিন আগে তারাদের আলো
শূণ্য আঁধার আকাশ ।
ঐ ভয়ানক চাঁদটার সাথে,
স্বপ্নের আলোতে যাবো বলে-
যখন চোখ ভিজে যায় রাতে ।
ভালোবাসা তারপর লিরিক্স:
Koshto gulo shikor choriye
Oi bhoyanok chantar Sathey.
Swopner aalote jabo bole-
Jokhon chokh bhije jaay raate.
Bhalobasha Tarpor ditey pare
Goto borshar subas.
Bohudin agey tarader aalo
Shunyo andhar akash.
Prokhor roude pora pith
Aguner kundey senka haat.
Shishir chowai pabe hasi
Ondhokare ketey jabe raat.