Borong Dukkho Lyrics Charitraheen 2
Song: Borong DukkhoWeb Series: Charitraheen 2
Singer: Ishan Mitra
Music: Saqi
Lyrics: Saqi
Cast: Naina Ganguly, Sourav Chakraborty, Mumtaz Sorcar & Others
Borong Dukkho song is from the Hoichoi web series "Charitraheen 2". This song is sung by Ishan Mitra. Music is composed by Saqi. Borong Dukkho Lyrics. Borong Dukkho Song Lyrics.
Borong Dukkho Lyrics in Bengali:
কাকে ভালোবেসে গুনেছো টুকরোগুলো ।
কাকে ভালোবেসে জমিয়েছো কঙ্কাল ।
প্রশ্ন করো না প্রিয় ।
বরং দুঃখ দিও ।
বাকি যা মাটি, ডুবে গেছে গতকাল ।
আগুন আগুন লাগে মনে ।
হাহাকারের শব্দ শুনে ।
পাথর পাথর বুকের পাঁজর,
আঁচড় কাটে সে কোন জনে ।
শূণ্য সে তো, শূণ্য সে তো
হিসেব নেই যার নির্বাসনে ।
কাকে ভালোবেসে গুনেছো টুকরোগুলো ।
কাকে ভালোবেসে জমিয়েছো কঙ্কাল ।
প্রশ্ন করো না প্রিয় ।
বরং দুঃখ দিও ।
বাকি যা মাটি, ডুবে গেছে গতকাল ।
বাকি যা মাটি, ডুবে গেছে গতকাল...
বরং দুঃখ গানের কথা:
Kake bhalobese gunecho tukrogulo.
Kake bhalobese jomiyecho konkal.
Proshno korona priyo,
Borong Dukkho diyo.
Baki jaa maati, dube geche gotokal.
Agun agun lage mone,
Hahakarer shobdo shune.
Pathor pathor buker panjor,
Anchor kate sey kon jone.
Shunnyo sey toh, shunnyo sey toh
Hiseb nei jar nirbasone.