Chinebadam Lyrics Charitraheen 2

Chinebadam Lyrics Charitraheen 2

Song: Chinebadam
Web Series: Charitraheen 2
Singer: Ishan Mitra
Music: Amit-Ishan
Lyrics: Debaloy Bhattacharya
Cast: Naina Ganguly, Sourav Chakraborty, Mumtaz Sorcar and Others.

Chinebadam song is from the web series "Charitraheen 2". This song is sung by Ishan Mitra.

Chinebadam Lyrics in Bengali:


একটা মেয়ে ঘর পালানো,
একটা ঘর ফাঁকা ।
সারা আকাশটাকে ভেঙচি কাটে,
লাল কালিতে আঁকা ।

লাল কালিতে হাত ভরালি,
চোরাবালির টান ।
বুকের ভেতর নীল কাঁচুলি,
রক্তের অভিমান ।

আমার থেকেও ফিরিয়ে নিলি
প্রজাপতির পাখা ।
তাও আমার কাছে তোর জন্য
চিনেবাদাম রাখা ।

পাতায় ধরেছি মেঘলা পাহাড় ।
জলে লেখা নাম মেঘমল্লার ।
আঁচিল হয়েছি চিবুকে এবার ।
ভুল থাকার সব কারণে তোমার ।

আজ বরফ পড়েছে শহরে...



চিনেবাদাম গানের লিরিক্স:


Ekta meye ghor palano,
Ekta ghor phanka.
Sara akash ta ke bhengchi kate,
Laal kalite anka.

Laal kalite haat bhorali
Chorabalir taan.
Buker bhetor neel kanchuli,
Rokter abhiman.

Amar thekeo phiriye nili
Projapotir pakha.
Tao amar kache tor jonnyo
Chinebadam rakha.
326404665953066090

TRENDING NOW

326404665953066090