Cut Money Song Lyrics Nachiketa Chakraborty
Song: Cut MoneySinger: Nachiketa Chakraborty
Music & Lyrics: Nachiketa Chakraborty
Cut Money song is sung by Nachiketa Chakraborty. He composed the music & wrote the lyrics.
Cut Money Song Lyrics In Bengali:
যারা খেয়েছেন কাট মানি ।
দাদারা অথবা দিদিমণি ।
যারা খেয়েছেন কাট মানি ।
দাদারা অথবা দিদিমণি ।
এসেছে সময় গতিময়,
দাঁত ক্যালাতে ক্যালাতে
ফেরত দিন ।
মন্ত্রী অথবা আমলা,
মন্ত্রী অথবা আমলা,
জনরোষ এবার সামলা ।
তুলবে চামড়া, অসাধু দামড়া
বাজছে বাতাসে রুদ্রবীন ।
ডাকছে দিন ।
এতদিন যারা করেছে সেলাম
ভয় কেটে গেছে বাধ্য গোলাম ।
এখন তাদের উঠবে প্রশ্ন,
উত্তর আছে কি?!
লালবাতি জ্বলা গাড়ি চড়ো,
মানুষকে বোকা মনে করো ।
সেই মানুষ আজ বাঁশ হাতে;
তোমার পেছনটা ঢাকা কি?
এম.পি কিংবা বিধায়ক,
পুরোসভা থেকে সহায়ক ।
মানুষ খেপলে নিশ্চয় হবে
বাপের নাম খগেন ।
পরিবর্তন বারবার,
আগাছার এই বিষঝাড় ।
উপড়ে ফেলবো এই মাটি থেকে
এগেইন অ্যান্ড এগেইন ।
একটা কাঁধেতে বন্দুক রেখে
ছুঁড়ছেন গুলি বহুদিন ।
ডাকছে দিন ।
কাটমানি গানের লিরিক্স:
Jara kheyechen Cut Money
Dadara othoba didimoni.
Eseche somoy gotimoy,
Dant kyalate kyalate ferot din.
Montri othiba amla,
Jonorosh ebar samla.
Tulbe chamra, osadhu damra
Bajche batase rudrabin,
Dakche din.
Etodin jara koreche selam
Bhoy kete geche badhyo golam
Ekhon tader uthbe proshno,
Uttor ache ki?
Laalbaati jwala gari choro
Manush ke boka mone koro.
Sei manush aaj bansh haate
Tomar pechonta dhaka ki.