Deyale Deyale Lyrics

Deyale Deyale Lyrics Minar. দেয়ালে দেয়ালে লিরিক্স

  • Song: Deyale Deyale (দেয়ালে দেয়ালে)
  • Singer: Minar
  • Music: Emon Chowdhury
  • Lyrics: Robiul Islam Jibon
  • Natok: Tomar Amar Prem
  • Cast: Siam & Ognila
  • Label: Cd Choice

Deyale Deyale song is sung by Minar Rahman. Music is composed by Emon Chowdhury. The lyrics is penned by Robiul Islam Jibon. Deyale Deyale Song Lyrics.

Deyale Deyale Lyrics in Bengali:


বলোনা, কেন তুমি বহুদূর, কেন আমি একা ।
হৃদয়ে ভাঙচুর ।
জানো না, তুমিহীনা এ আমার, স্বপ্ন মেঘে ঢাকা ।
নামে না রোদ্দুর ।

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে, বেহিসেবে তোমাকেই খুঁজি ।
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসতে না বুঝি ।

কত রাত কেটে গেছে আঁধারে,
নেই তো ভোরের দেখা ।
বোঝাবো কিভাবে!!

কত ঘুম মিশে গেছে অজানায় ।
জানে শুধু দু'চোখ ।
ভুল সে স্বভাবে ।

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে, বেহিসেবে তোমাকেই খুঁজি ।
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসতে না বুঝি ।

তবু আমি তোমার অপেক্ষায়,
দেখবো নতুন দিনের আলো ।
বেঁচে থাকার আশ্রয় তুমি,
তোমাকেই শুধু বাসি ভালো ।

দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে, বেহিসেবে তোমাকেই খুঁজি ।
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসতে না বুঝি ।

বলোনা, কেন তুমি বহুদূর, কেন আমি একা ।
হৃদয়ে ভাঙচুর ।
জানো না, তুমিহীনা এ আমার, স্বপ্ন মেঘে ঢাকা ।
নামে না রোদ্দুর ।।

দেয়ালে দেয়ালে গানের কথা:


Bolona, keno tumi bohu dur, keno ami eka.
Hridoye bhangchur.
Jano na, tumi hina e amar swopno meghe dhaka.
Namena roddur.

Deyale Deyale, kheyale kheyale
Hisebe, behisebe tomakei khunji.
Arale arale, kothay harale
Phire tumi arr astey na bujhi.

Koto raat ketey geche andhare,
Nei toh bhorer dekha.
Bojhabo kibhabe.

Koto ghum mishe geche ojanay.
Jane shudhu duchokh.
Bhul sey swobhabe.
326404665953066090

TRENDING NOW

326404665953066090