Ebhabe Amay Lyrics Timir Biswas

Ebhabe Amay Lyrics Timir Biswas in Bengali

Song: Ebhabe Amay
Singers: Timir Biswas & Srija Mandal
Music: Aviman Paul
Lyrics: Aviman Paul
Cast: Arpita Deb (Rimi), Timir Biswas, Pranjal Das & Others.

Ebhabe Amay song is sung by Timir Biswas & Srija Mandal. The music is composed by Abiman Paul. He also wrote the lyrics.

Ebhabe Amay Lyrics in Bengali:


জানিনা তো আর, দেখা হবে কি হবেনা
হয়তো আমায়, কাল মনেই রবে না ।
হতেই পারে, হাজার মুখোশের ভিড়ে
আমি হারিয়ে যাবো, আর খুঁজেই পাবেনা ।

রাত চলে যায়, যাকনা
এভাবে আমায়, বুকে ধরে রাখো ।
চাঁদ ফিরে যায়, যাকনা
এভাবে আমায় বুকে ধরে রাখো ।
আর কিছুক্ষণ থাকবে শ্বাস
আর কিছুক্ষণ থাকবে শ্বাস;
এভাবে আমায় বুকে ধরে রাখো ।

দেখো জড়িয়ে ধরেছে বুকে,
তোমার কবিতা ।
দু, চার ফোঁটা কান্না ভিজে
সব একাকার ।
নীরবে থাক তোমার আমার
এই কাহিনী ।
আমি না হয় মেনে নেবো এভাবে
তোমায় পাওয়া ।

কি হবে আর আমাকে আগলে রাখে
কি হবে আর আমাকে আগলে রাখে
আমি নদীর মতো সাগরেই হারিয়ে যাবো ।

রাত চলে যায়, যাকনা
এভাবে আমায়, বুকে ধরে রাখো ।
চাঁদ ফিরে যায়, যাকনা
এভাবে আমায় বুকে ধরে রাখো ।
আর কিছুক্ষণ থাকবে শ্বাস
আর কিছুক্ষণ থাকবে শ্বাস;
এভাবে আমায় বুকে ধরে রাখো ।

Janina toh arr, dekha hobe ki hobena
Hoytoh amay, kal monei robey na.
Hotei pare, hazar mukhosher bhirey
Ami hariye jabo, arr khunjei pabe na.

Raat chole jai, jak na
Ebhabe amay bukey dhore rakho.
Chand phire jai, jak na
Ebhabe amay bukey dhore rakho.
Arr kichukhyon thakbe swash
Ebhabe Amay bukey dhore rakho.

Dekho joriye dhoreche bukey
Tomar kobita.
Du char fonta kanna bhije
Sob ekakar.
Nirobe thak tomar amar
Ei kahini.
Ami na hoy mene nebo
Ebhabe tomay pawa.

Ki hobe arr amake agley rekhe
Aami nodir moto sagorei hariye jabo.


326404665953066090

TRENDING NOW

326404665953066090