Ekta Chele Lyrics

Ekta Chele Lyrics Sahana Bajpaie

Song: Ekta Chele
Singer: Sahana Bajpaie
Album: Jhalmuri 1
Music: Arnob
Lyrics: Sahana Bajpaie

Ekta Chele Moner Anginate song is sung by Sahana Bajpaie. The music is composed by Arnob. The lyrics is penned by Sahana Bajpaie. Ekta Chele Moner Anginate Lyrics. Ekta Chele Song Lyrics. Ekta Chele Lyrics.

একটা ছেলে গানটি হলো সাহানা বাজপেয়ীর গাওয়া। গানটির সুরকার হলেন অর্ণব। গানটির কথা লিখেছেন সাহানা বাজপেয়ী নিজেই। একটা ছেলে লিরিক্স।

Ekta Chele Lyrics in Bengali:


একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে ।
বন পাহাড়ি ঝর্ণা খুঁজে,
বৃষ্টি জলে একলা ভিজে
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে ।
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে ।

আমিতো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে ।
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে । [2 বার]

সেই ছেলেটা হঠাৎ এলো মনে
সেই ছেলেটা হঠাৎ এলো মনে।

ছোট্ট আমি, দুষ্টু আমি সেজে
কেমন যেন হলাম জড়োসড়ো ।
আকাশভরা তারার আলো দেখে
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে ।
বুক ভরা আবেগটুকু ঢেকে
হঠাৎ করে হয়ে গেলাম বড়ো ।

বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে ।
বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে ।

একটা ছেলে মনের আঙিনাতে লিরিক্স:


Ekta Chele Moner Anginate
Dhir payete ekka dokka khele.
Bon pahari jhorna khunje
Bristi jole ekla bhije
Sei cheleta amai chunye feley.
Sei cheleta amai chunye feley.

Ami toh besh chilam chupisare
Chotto meye sejey ekta koney.
Sobuj bone nilche aalo jwele
Swopno bheja matite paa fele.

Sei cheleta hotath elo mone.
Sei cheleta hotath elo mone.

Chotto ami, dustu ami sejey
Kemon jeno holam jorosoro.
Akash bhora tarar aalo dekhe
Bristi bheja matite paa rekhe
Buk bhora abeg tuku dheke
Hotat kore hoye gelam boro.

Bon pahari jhorna brist feley
Amay baslo bhalo sei chele.
326404665953066090

TRENDING NOW

326404665953066090