Hridoyer Rong Lyrics

Hridoyer Rong Lyrics Lagnajita Chakraborty

Song: Hridoyer Rong
Movie: Ghare And Baire
Singer: Lagnajita Chakraborty
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy

Hridoyer Rong song is from the movie "Ghare And Baire". This song is sung by Lagnajita Chakraborty. Music is composed by Anupam Roy.

হৃদয়ের রং গানটি হল "ঘরে & বাইরে" সিনেমার গান। গানটি লগ্নজিতার গাওয়া। সুরকার ও কথাকার হলেন অনুপম রায়। হৃদয়ের রং লিরিক্স।

Hridoyer Rong Lyrics in Bengali:


ওরা মনের গোপন চেনে না ।
ওরা হৃদয়ের রং জানে না ।
প্রজাপতি ডানা ছুঁলো,
বিবাহ বাসরে ।
কেন সারারাত জেগে,
বাড়ি ফিরি ভোরে ।

ওরা মনের গোপন চেনে না ।
ওরা হৃদয়ের রং জানে না ।

তুমি চিরদিন, ভীষন কঠিন ।
তোমার ঘর ভেসে যায়,
ওরা মুখ দেখে বুঝতে পারেনা ।

ওরা এ মন কেমন, বোঝেনা ।
ওরা আসল কারণ খোঁজে না ।

তুমি চিরকাল, স্বপ্নে মাতাল ।
হেঁটে সারাজীবন ধরে,
ঝড় বৃষ্টি মাথায় করে ।

ওরা মনের গোপন চেনে না ।
ওরা হৃদয়ের রং জানে না ।
প্রজাপতি ডানা ছুঁলো,
বিবাহ বাসরে ।
কেন সারারাত জেগে,
বাড়ি ফিরি ভোরে ।

হৃদয়ের রং লিরিক্স:


Ora moner gopon chene na.
Ora Hridoyer Rong jane na.
Projapoti dana chunlo,
Bibaho basore.
Keno sara raat jege,
Bari phiri ghore.

Ora Moner Gopon Chene na.
Ora Hridoyer Rong jane na.

Tumi chirodin, bhison kothin.
Tomar ghar bhese jay,
Ora mukh dekhe bujhte pare na.

Ora emon kemon bojhena.
Ora asol karon khonje na.

Tumi chirokal, swopne maatal.
Hente sarajibon dhore,
Jhor bristi mathay kore.

Ora moner gopon chene na.
Ora Hridoyer Rong jane na.
326404665953066090

TRENDING NOW

326404665953066090