Kotha Dilam Lyrics Imran Mahmudul
Song: Kotha DilamSingers: Imran & Kona
Music: Ahmmed Humayun
Lyrics: Suhrid Sufian
Label: Dhruba Music Station
Kotha Dilam song is sung by Imran Mahmudul & Kona. Music is composed by Ahmmed Humayun.
Kotha Dilam Lyrics Imran in Bengali:
দুটি মনে,
লাগে যদি একটু সুখের দোলা ।
দূরে গেলেও,
কোনোদিনও যায়না তাকে ভোলা ।
এক হতে চাই, শুধু কারণ অকারণ ।
ভালোবাসা মানেনা শাসন বারন ।
ভালোবাসা জানেনা হেরে যেতে ।
ভালোবাসা জানে শুধু বেড়ে যেতে ।
কি করি হায়, কি মুগ্ধতায়
আমায় ছুঁয়ে দিলে ।
উড়িয়া আঁধার গুলো,
আলোয় ধুয়ে দিলে ।
এমন করে হাসো যদি,
দেখবো আজীবন ।
প্রেমের সকল কবিতাকেই,
লাগছে খুব আপন ।
কোনো এক বেদনা দিনে,
তুমি নিতে পারো আমায় চিনে ।
থাকবে এই বুকের বামেই,
আসলেও শত ঝড় ।
আমি তোমাকেই কথা দিলাম ।
এই অনুভব সাজিয়ে নিলাম ।
তোমার মনের দেয়ালে,
কভু কাটবো না আঁচড় ।
ভালোবাসা জানেনা হেরে যেতে ।
ভালোবাসা জানে শুধু বেড়ে যেতে ।
দুটি মনে,
লাগে যদি একটু সুখের দোলা ।
দূরে গেলেও,
কোনোদিনও যায়না তাকে ভোলা ।
এক হতে চাই, শুধু কারণ অকারণ ।
ভালোবাসা মানেনা শাসন বারন ।
ভালোবাসা জানেনা হেরে যেতে ।
ভালোবাসা জানে শুধু বেড়ে যেতে ।
Duti mone,
Lagey jodi ektu sukher dola.
Durey geleo,
Konodino jayna takey bhola.
Ek hotey chai karon okaron
Bhalobasa manena shason baron.
Bhalobasa janena herey jetey.
Bhalobasa jane jhudhu berey jetey.