Rekho Tomar Kore Lyrics Mahtim Shakib

Rekho Tomar Kore Lyrics Mahtim Shakib

Song: Rekho Tomar Kore
Singer: Mahtim Shakib
Lyrics: Mehedi Hasan
Tune & Music: Avraal Sahir
Album: Rekho Tomar Kore
Label: CMV

"Rekho Tomar Kore" song is sung by Mahtim Shakib. The music of this song is composed by Avraal Sahir. The lyrics is penned by Mehedi Hasan.

Rekho Tomar Kore Lyrics in Bengali:


আমার কাছে, তুমি এমন একজন;
এতো ভালোবাসি, তবু ভরেনা তো মন ।
আমার কাছে, তুমি এমন একজন;
এতো ভালোবাসি, তবু ভরেনা তো মন ।

ভালোবাসার শুরু তুমি, শেষ হবে কি জানিনা ।
আমি বলতে তোমায় বুঝি, অন্য কিছু বুঝিনা ।
এভাবেই মিশে থেকো, মায়াতে বেঁধে রেখো ।
ভালো থাকার, তুমি কারণ ।

আমার কাছে, তুমি এমন একজন;
এতো ভালোবাসি, তবু ভরেনা তো মন ।
আমার কাছে, তুমি এমন একজন;
এতো ভালোবাসি, তবু ভরেনা তো মন ।

চোখের আড়াল হয়োনা, যেওনা দূরে সরে ।
জীবনের যতো সময়, রেখো তোমার করে । [2 বার]

আমার কাছে, তুমি এমন একজন;
এতো ভালোবাসি, তবু ভরেনা তো মন ।
আমার কাছে, তুমি এমন একজন;
এতো ভালোবাসি, তবু ভরেনা তো মন ।

আঁকি তোমায় আনমনে, রাখি বুকের ভেতরে ।
তুমি এক চিলতে সুখ, মায়াবী আদরে । [2 বার]

আমার কাছে, তুমি এমন একজন;
এতো ভালোবাসি, তবু ভরেনা তো মন ।
আমার কাছে, তুমি এমন একজন;
এতো ভালোবাসি, তবু ভরেনা তো মন ।



রেখো তোমার করে গানের কথা:


Amar kache tumi emon ekjon,
Eto bhalobasi, tobu bhorena toh mon.
Amar kache tumi emon ekjon,
Eto bhalobasi, tobu bhorena toh mon.

Bhalobasar shuru tumi, shesh hobe ki janina.
Ami bolte tomay bujhi, onnyo kichu bujhina.
Ebhabei mishe theko, mayate bendhe rekho.
Bhalo thakar tumi karon.

Chokher aral hoyona, jeona dure sorey.
Jiboner joto somoy, rekho tomar kore.
326404665953066090

TRENDING NOW

326404665953066090