Tare Boro Valobashi Lyrics Asik
Song: Tare Boro ValobashiSinger: Asik
Lyrics: Asik
Music: Ankur Mahamud
Starring: Nirab Islam & Mihi Ahsan
Label: Eagle Music
Tare Boro Valobashi song is sung by Asik. This song is composed by Ankur Mahamud.
Tare Boro Valobashi Lyrics in Bengali:
আমার চোখেতে ঘুম নাই,
মনেতে সুখ নাই,
তারে বড় ভালোবাসি রে ।
একলা বইসে থাকি,
আঁধারো রাইতে।
তুমি ভেবে কথা বলি
চাঁদেরও সাথে ।
আমার চোখেতে ঘুম নাই,
মনেতে সুখ নাই,
তারে বড় ভালোবাসি রে ।
ঐ দুটি চোখ,
আর মুখের ঐ হাসি ।
আমারই মনে বাজায়
প্রেমেরই বাঁশি ।
প্রেমেরই বাতাসে,
মন উড়ে আকাশে ।
দিশেহারা বন্ধু,
তোমায় কাছে পেতে চাই ।
একলা এ মন,
তোরে খোঁজে সারাক্ষণ ।
বোঝেনা সে যে তুই
থাকিস বৃন্দাবন ।
প্রেমেরই বাতাসে,
মন উড়ে আকাশে ।
দিশেহারা বন্ধু,
তোমায় কাছে পেতে চাই ।
আমার চোখেতে ঘুম নাই,
মনেতে সুখ নাই,
তারে বড় ভালোবাসি রে ।
তারে বড় ভালোবাসি গানের লিরিক্স:
Amar chokhete ghum nai,
Monete sukh nai,
Tare Boro Valobashi Re.
Ekla boisa thaki,
Andharo raitey.
Tumi bhebe kotha boli
Chandero sathe.
Amar chokhete ghum nai,
Monete sukh nai,
Tare Boro Valobashi Re.
Oi duti chokh arr
Mukheri hasi,
Amari mone bajay
Premeri banshi.
Premeri batase,
Mon urey akashe.
Disehara bondhu,
Tomay kache petey chai.