Tomar Jonmodine Lyrics Konttho
Song: Tomar JonmodineMovie: Konttho
Singer: Tushar Debnath
Music & Lyrics: Anupam Roy
Tomar Jonmodine song is from the movie "Konttho". This song is sung by Tushar Debnath. Music is composed by Anupam Roy. He also wrote the lyrics.
Tomar Jonmodine Lyrics in Bengali Konttho:
তোমার জন্মদিনে, গোপন খামের ভিড়ে-
আমিও গাইবো গান ।
তোমার ফুলের টবে, নানান রঙের রোদে-
আমিও করবো স্নান ।
সুরেলা পিয়ানো থেকে উঠে,
ছুটে আসা রোদেলা দুপুরে-
মাথাচাড়া দিয়ে ওঠে আবেগ ।
সমুদ্রতীরে ফেলে ছুঁড়ে ।
কোনো আশা নেই জেনেও,
আমিও ক্রমশ সরু হতে থাকি ছায়াদের মতো ।
তোমার জন্মদিনে, গোপন খামের ভিড়ে-
আমিও গাইবো গান ।
হাওয়াতে ভেসে বেড়ানো মানুষ,
তোমাকে ফুলের তোড়া দিয়ে ।
এরা কেউ খোঁজ রাখবে না,
ঘুরি আমি কতো চিঠি নিয়ে ।
কোনো আশা নেই জেনেও,
আমিও ক্রমশ ফিকে হয়ে আসি শীতের বিকেলে ।
তোমার জন্মদিনে, গোপন খামের ভিড়ে-
আমিও গাইবো গান ।
তোমার ফুলের টবে, নানান রঙের রোদে-
আমিও করবো স্নান ।