Tor Name Lyrics Souradipta
Tor Name Lyrics in Bengali:
মনে হয় আজও, ছুঁয়ে যায় তোকে এইভাবে
কিছু গল্প সে যে, ঘিরে আছে মনে, ঐ কোণে ।
মনের কথা মনে, কিভাবে বোঝায় তোকে!!
জাপটে থাকি আঁচল ধরে, তোর খুব কাছে ।
তোর নামে, রঙিন খামে, চিঠি লেখা ।
তোর ইশারায়, স্বপ্ন সাজাই, একা একা।
দিন যে কাটে, বিভোর হয়ে তোরই আশায় ।
একারা তোর ঘিরে ধরে নিঃসঙ্গতে ।
ইচ্ছে করে বলতে তোকে, এই মনের কথা
নীরব থাকি সবার মাঝে, লুকিয়ে দেখা ।
তোর কথা মনে, কিভাবে বোঝায় তোকে!!
জাপটে থাকি আঁচল ধরে, তোর খুব কাছে ।
তোর নামে, রঙিন খামে, চিঠি লেখা ।
তোর ইশারায়, স্বপ্ন সাজাই, একা একা।
মনের কথা থাকে মনে, যায়না বলা
বৃষ্টি নামে আজ দুচোখ ভোরে, স্মৃতি ভেজা।
Mone hoy aajo, chunye jai toke, eibhabe
Kichu golpo sey je, ghirey ache mone, oi kone.
Moner kotha mone, kibhabe bojhay toke.
Japte thaki anchol dhore, tor khub kache.
Tor Name, rongin khame, chithi lekha.
Tor isharay, swopno sajay, eka eka.
Din je katey, bhibhor hoye tori ashay.
Ekara tor ghirey dhore, nisongote
Ichhe kore bolte toke, ei moner kotha
Nirob thaki sobar majhe, lukiye dekha.