Tui Je Aamar Lyrics Jaanbaaz
Song: Tui Je AamarMovie: Jaanbaaz
Singers: Jubin Nautiyal & Antra Mitra
Music: Dev Sen
Starring: Bonny Sengupta, Koushani Mukherjee, Tota Roy Chowdhury & Others.
Tui Je Aamar song is from the movie "Jaanbaaz". This song is sung by Jubin Nautiyal & Antra Mitra. Music is composed by Dev Sen.
Tui Je Aamar Lyrics in Bengali Jaanbaaz:
আয় না, মন হারাবো
ভেসে মেঘেরই ভেলায় ।
কানে কানে গল্প,
তোকে বলবো ইশারায় ।
আয় না, মন হারাবো
ভেসে মেঘেরই ভেলায় ।
কানে কানে গল্প,
তোকে বলবো ইশারায় ।
বুঝিনি যে আগে,
প্রেমেরই পরাগে,
লেগেছে হাওয়ায় বারবার ।
বলেছি তুই যে আমার ।
বলেছি তুই যে আমার ।
বলেছি তুই যে আমার...
আমাকে পাগল করেছে যেন
ডানা বেঁধেছি এই বুকে ।
আমি পড়েছি জানিনা কেমন,
অজানা কোনো অসুখে ।
না বলে সে এসে, আরো ভালো বেসে
মেঘলা ঘনালো আজ আবার ।
বলেছি তুই যে আমার
বলেছি তুই যে আমার ।
বলেছি তুই যে আমার...
সুখের চাদরে, রোদের আদরে
ছুঁয়েছি কতটা আলো ।
তোর আস্কারাতে, এই মন হারাতে
লাগেরে আজ খুব ভালো ।
বুঝিনি যে আগে, প্রেমেরই পরাগে
লেগেছে হাওয়ায় বারবার ।
বলেছি তুই যে আমার
বলেছি তুই যে আমার ।
বলেছি তুই যে আমার...
তুই যে আমার লিরিক্স জানবাজ সিনেমা:
Aay na, mon harabo
Bhese megheri bhelay.
Kane kane golpo,
Toke bolbo isharay.
Bujhini je agey,
Premeri poragey,
Legeche hawai bar bar.
Bolechi tui je aamar.
Bolechi tui je aamar.