Aajo Cholechi Lyrics Papon

Aajo Cholechi Lyrics Papon

Song: Aajo Cholechi
Singers: Papon & Shalmali Kholgade
Music: Subhadeep Mitra
Traditional Folk: Maini Meriye (Himachali Folk)
Lyrics: Dev Arijit & Tithi Dutta
Music Label: SVF Music

Aajo Cholechi song is performed by Papon & Shalmali Kholgade in the Oriplast Originals Season 1. Music has been composed by Subhadeep Mitra. Aajo Cholechi Lyrics.

Aajo Cholechi Lyrics in Bengali:


চেনা চেনা পথে,
ফেলে আসা বাঁকেদের সাথে,
রাখা ছোট্ট ছোট্ট স্মৃতিদের টান ।

ভয় কিছু স্বপ্নে,
দেখা কিছু পড়ে থাকা গল্প,
ডাকে আজও তোকে ফিরে, তুই চল ।

রাত নেভালেই, জেগে থাকে
কুয়াশার সীমানায় ।
দূর, কত যে দূরে,
ফিরে যেতে হবে সেই ঠিকানায় ।

ওগো সত্যি বলছি, আজও দেখেছি ।
ভুয়ো স্বপ্ন গুলো খুঁজে পেয়েছি ।
আর দেখতে পাচ্ছি আজও,
ভুয়ো স্বপ্ন গুলো ভালো ।
তাই স্বপ্ন বুনতে আজও চলেছি ।
আজও চলেছি, ও ও ও ও ও ও
আজও চলেছি, ও ও ও ও‌ ও‌ ও

মেঘে মেঘে সহজে লেখা,
মেঘে রোদেরই দোয়াতে ।
বোনা স্বপ্ন গুলো সত্যি হয়,
দেখো পাখিদের তুলিতে ।

তাই স্বপ্ন দেখে যাবো,
মিছে গল্প গুলো পাবো ।
সেই নিজেকে যে খুঁজে পেয়েছি ।

আলো মাখা গল্পে,
খুঁজে তোকে নিয়ে জেনেশুনে,
কাছে ডাকে দেখো তারাদেরই দল ।

চেনাজানা অল্পে,
শব্দ কিছু বুনে মনে মনে,
দেখো বয়ে চলে মনেরই দল ।

রাত নেভালেই, জেগে থাকে
কুয়াশার সীমানায় ।
দূর, কত যে দূরে,
ফিরে যেতে হবে সেই ঠিকানায় ।

ওগো সত্যি বলছি, আজও দেখেছি ।
ভুয়ো স্বপ্ন গুলো খুঁজে পেয়েছি ।
আর দেখতে পাচ্ছি আজও,
ভুয়ো স্বপ্ন গুলো ভালো ।
তাই স্বপ্ন বুনতে আজও চলেছি ।
আজও চলেছি, ও ও ও ও ও ও
আজও চলেছি, ও ও ও ও‌ ও‌ ও


আজও চলেছি লিরিক্স:


Chena chena pothey,
Phele asa banke der sathey,
Rakha choto choto smritider taan.

Bhoy kichu swopne,
Dekha kichu porey thaka golpo,
Dake aajo toke phire, tui chol.

Raat nebhalei, jege thake
Kuashar simanai.
Dur, koto je dure,
Phire jetey hobe sei thikanay.

Ogo sottyi bolchi, aajo dekhechi.
Bhuyo swopno gulo khunje peyechi.
Arr dekhte pachhi aajo,
Bhuyo swopno gulo bhalo.
Tai swopno buntey aajo cholechi.
Aajo cholechi, O O O O O
Aajo Cholechi, O O O O O

326404665953066090

TRENDING NOW

326404665953066090