Ke Tui Bol Lyrics Arijit Singh
Song: Ke Tui BolMovie: Herogiri
Singer: Arijit Singh
Music: Jeet Gannguli
Lyrics: Prasen
Cast: Dev, Koel Mallick, Sayantika Banerjee & Others.
Ke Tui Bol song is from the movie "Herogiri". This song is sung by Arijit Singh. Music is composed by Jeet Gannguli. Ke Tui Bol Lyrics. Ke Tui Bol Song Lyrics. Ke Tui Bol Lyrics By Arijit Singh.
Ke Tui Bol Lyrics in Bengali:
মন আমার তোর কিনারে,
হারালো দিন দাহারে ।
সে তো আর মানছে না রে,
এবার ভালোবাসতে আয় ।
তোর ছায়ার সঙ্গী হবো,
দু'হাতে প্রেম কুড়োবো ।
আমাকে চুপটি করে,
মনের কথা বলতে আয় ।
আমি যেতে পারি,
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল ।
তোর কথা ওঠে,
আমার কপালে জোটে
দারুন খুশির দল ।
কে তুই বল...
কে তুই বল ।
উড়তে চাওয়ার ইচ্ছে হতেই,
এলাম কাছে তোর ।
পুড়তে বসে তুই তাকালে,
মনেরই শহর ।
একটু দূরেই ডাকছে জীবন,
যাচ্ছি চলে তাই ।
ভাবছি তোকে, আঁকছি কত
রঙিন বাহানায় ।
যদি মনে ধরে,
আমায় সঙ্গে করে
মেঘের মুলুকে চল ।
তোর কথা ওঠে,
আমার কপালে জোটে
দারুন খুশির দল ।
কে তুই বল...
কে তুই বল ।
তোর আঁচলের গন্ধে আছে,
চিনতে পারার সুখ ।
টানলে কাছে, লজ্জাতে তোর
নেমেছে চিবুক ।
কল্পনাদের আশকারা দিই,
ইচ্ছে গাছে জল ।
অল্প আলো, অল্প ছায়ার
গল্প আমায় বল ।
আমি যেতে পারি,
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল ।
তোর কথা ওঠে,
আমার কপালে জোটে
দারুন খুশির দল ।
কে তুই বল...
কে তুই বল ।
কে তুই বল লিরিক্স:
Mon amar tor kinare,
Haralo din dahare,
Sey toh arr manche na re
Ebar bhalobaste aay.
Tor chhayar songi hobo,
Du haate prem kurobo.
Amake chupti kore,
Moner kotha bolte aay.
Ami jete pari,
Hesei perote pari
Onek onek otol.
Tor kotha othey,
Amar kopale jote
Darun khusir dol.
Ke Tui Bol...
Ke Tui Bol.