Mon Ke Bojhai Lyrics Sona Mohapatra
Song: Mon Ke BojhaiSingers: Sona Mohapatra, Sahil Solanki
Music: Gaurav Chatterji
Bengali Lyrics: Roshni Saha
Hindi Lyrics: Sumeet Kumar Tyagi
Label: SVF Music
Mon Ke Bojhai song is performed by Sona Mohapatra & Sahil Solanki in "Oriplast Originals". Music has been composed by Gaurav Chatterji.
Mon Ke Bojhai Lyrics in Bengali:
প্রাণেতে মোর বাউল বাজে,
আধো আধো বধূর সাজে ।
অঙ্গেতে শিহরণ আর সয় না যে ।
মন কে বোঝায় দোহাই দিয়ে।
তবু হিয়া ঘরে না যে রয় ।
খামখেয়ালী এদিক ওদিক,
একা একা কতই কথা কয় ।
(তেরে বারে, দিল হারে
আজা রে আজা মোহনা...
তুজপে জাঁ ইয়ে লুটা দে সারি)
মন কে বোঝায় দোহাই দিয়ে।
তবু হিয়া ঘরে না যে রয় ।
খামখেয়ালী এদিক ওদিক,
একা একা কতই কথা কয় ।
প্রাণেতে মোর বাউল বাজে,
আধো আধো বধূর সাজে ।
অঙ্গেতে শিহরণ আর সয় না যে ।
মন কে বোঝায় দোহাই দিয়ে।
তবু হিয়া ঘরে না যে রয় ।
খামখেয়ালী এদিক ওদিক,
একা একা কতই কথা কয় ।
মন কে বোঝাই লিরিক্স:
Prane te more baul baje,
Adho adho bodhur saje.
Ongete shihoron arr soy na je.
Mon ke bojhai dohai diye,
Tobu hiya ghore na je roy.
Khamkheyali edik odik,
Eka eka kitoi kotha koy.