Mukh Tule Takiyo Na Aar Lyrics Somlota
Song: Mukh Tule Takiyo Na AarSinger: Somlata
Music: Joy Sarkar
Lyrics: Rajib Chakraborty
Mukh Tule Takiyo Na Aar song is from the movie "Sesher Golpo (শেষের গল্প)". This song is sung by Somlata. Music has been composed by Joy Sarkar.
Mukh Tule Takiyo Na Aar Lyrics in Bengali:
মুখ তুলে তাকিও না আর,
ভালোবাসা যদি ছেড়ে যায় ।
অপেক্ষা হাজার বছর,
তারা ঢাকা মেঘের পাড়ায় ।
সময়ের গাড়ি ছুটে যায়,
ক্লান্ত এ হাতের রেখায় ।
অভিসারে ভেসে ওঠে,
পুড়ে যাওয়া কথা ঠোঁটে ।
ডুবে যেতে ছিল রাজী,
হেরে যাওয়া মন ডুবে যায়, ডুবে যায় ।
দু-চোখে জল, কোলাহল থেমে যায় আজ,
দুজনে দুই কিনারায় ।
যদি পারো বলো তাকে,
একা একা কোনো বাঁকে-
ডাক নামে যদি ডাকে;
ফেলে আসা গান খুঁজে পায়, খুঁজে পায় ।
খেয়ালি সুর যতদূর ভেসে যেতে চায়,
সে সুর মেঘ কুয়াশায় ।
মুখ তুলে তাকিও না আর,
ভালোবাসা যদি ছেড়ে যায় ।
অপেক্ষা হাজার বছর,
তারা ঢাকা মেঘের পাড়ায় ।
সময়ের গাড়ি ছুটে যায়,
ক্লান্ত এ হাতের রেখায় ।
মুখ তুলে তাকিও না আর লিরিক্স:
Mukh Tule Takiyo Na Aar,
Bhalobasa jodi chhere jay.
Opekkha hazar bochor,
Tara dhaka megher paray.
Obhisare bhese othey,
Purey jawa kotha thonte.
Dubey jetey chilo raji,
Herey jawa mon dubey jai, dubey jai.
Du chokhe jol kolahol themey jai aaj,
Dujone dui kinaray.