Na Na Jeyo Na Lyrics Bhootchakra
Song: Na Na Jeyo NaMovie: Bhootchakra Pvt LTD
Singer: Somlata
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Na Na Jeyo Na song is from the movie "Bhootchakra". This song is sung by Somlata. Music is composed by Anupam Roy.
Na Na Jeyo Na Lyrics in Bengali:
না না যেও না, যেও না চলে;
থাকো কিছুক্ষণ ।
না না ফুরিয়ে যায়নি দেখো,
এ মধু লগন ।
তুমি আছো তাই, ভালো লাগে
এ পোড়া জীবন ।
এভাবে বলোনা গো বিদায় ।
না না যেও না, যেও না চলে;
থাকো কিছুক্ষণ ।
ভেঙে দাও এ হৃদয়, ভেঙে দাও
প্রতিবার ।
তবু হাসি মুখে আমি হয়েছি
তোমার ।
মনে রাখিনা কিছুই আমি
সব ভুলে যাই ।
এভাবে বলোনা গো বিদায় ।
না না যেও না, যেও না চলে;
থাকো কিছুক্ষণ ।
যদি একদিন ভালোবাসা
সুরে তুমি গাও ।
সবার আড়ালে যদি
আমাকে শোনাও ।
আমি সে গানে গাঁথবো মালা
ভরা জোছনায় ।
এভাবে বলোনা গো বিদায় ।
না না যেও না লিরিক্স ভূতচক্র:
Na na jeyo na, jeyo na chole;
Thako kichukhyon.
Na na phuriye jaini dekho
E modhu logon.
Tumi achho tai, bhalo lagey
E pora jibon.
Ebhabe bolona go biday.
Na na jeyo na, jeyo na chole;
Thako kichukhyon.
Bhenge dao e hridoy,
Bhenge dao protibar.
Tobu hasi mukhe ami
Hoyechi tomar.
Mone rakhina kichui ami
Sob bhule jai.
Ebhabe bolona go biday.