Shada Dewal Lyrics Uraan
Song: Shada DewalMovie: Uraan (Hoichoi Original)
Singers: Mou, Prasen
Music & Lyrics: Krishnendu Dutta
Shada Dewal song is from the Hoichoi Original movie "Uraan". This song has been sung by Prasen & Mou. Music was composed by Krishnendu Dutta.
Shada Dewal Lyrics in Bengali:
আমার সাদা দেওয়াল এর ভালোবাসায়,
তোমার সুপ্রাচীন মুখ ।
ভিড় ঠেলে খুঁজে নেওয়া মুখে,
জলপ্রপাতের অদ্ভুত সুখ ।
আমার সাদা দেওয়াল এর ভালোবাসায়,
বেরঙে মিশে থাকে তোমার মুখ ।
নীল পাখিদের চোখের তারায়,
আমি খুঁজে পাই ফেলে আসা সুখ ।
এভাবে রোজ তোমায় ভাবি কী?
এখনো হয়তো ভাবছো ।
শুধু ভাবছো না, যদি থাকতে;
এই পথ চলা অন্য হতো ।
আমার অধৈর্য্য এই ঘুম,
আরও ভালো হতো ।
তুমি দুমিনিট দাঁড়ালে,
এই শব্দ সাহস পেতো ।
এখন আমার, এতদিন পর
একা একা ঘরে ফেরা ।
এখন আমার, এতদিন পর
একা একা ঘরে ফেরা ।
এতখানি পথ একসাথে হেঁটে,
একা একা ফিরে আসা ।
সাদা দেওয়াল লিরিক্স উড়ান:
Amar Shada Dewal er bhalobasai,
Tomar suprachin mukh.
Bhir thele khunje newa mukhe,
Jolopropat er odbhut sukh.
Amar Shada Dewal er valobasai,
Beronge mishe thake tomar mukh.
Neel pakhider chokher taray,
Ami khunje pai phele asa sukh.
Ebhabe roj tomay bhabi ki?
Ekhono hoytoh bhabcho.
Shudhu bhabcho na, jodi thakte
Ei poth chola onnyo hoto.
Amar odhorjyo ei ghum,
Arro bhalo hoto.
Tumi du minute danrale,
Ei shobdo sahos peto.