Shei Tumi Lyrics Parineeta
Song: Shei Tumi (সেই তুমি)Movie: Parineeta
Singer: Arko
Music & Lyrics: Arko
Shei Tumi song is from the movie "Parineeta". This song has been sung, composed & written by Arko. Shei Tumi Lyrics. Shei Tumi Song Lyrics. Shei Tumi Lyrics From Parineeta. Thik tor moton keu valobase na lyrics.
Shei Tumi Lyrics in Bengali Parineeta:
সেই তুমি আজ দূরে,
কোথা কোথা খুঁজে পাই ।
সেই আমি ঘুরে ঘুরে,
তোমার হয়ে মিশে যাই ।
কথা ছিল, দেখা হবে
রোজ ভোরে দু'জনার ।
কেন থেমে গেছে নদী?
মন বুঝেও বোঝে না ।
ব্যথা জমে কালো চোখে,
নিদ্রা আসে না ।
ঠিক তোর মতোন কেউ,
ভালোবাসে না ।
বাসে না...
ঠিক তোর মতোন কেউ,
ভালোবাসে না ।
শূণ্যময় এই হৃদয়ে,
তাইতো এতো যন্ত্রণা ।
লোক দেখানো মিথ্যে হাসি,
আর অযথা স্বান্তনা ।
প্রিয় কবি, কত ছবি
কত স্বপ্ন দু'জনার ।
মুছে যাওয়া, শেষ পাওয়া
কত অল্প দুজনার ।
ব্যথা জমে কালো চোখে,
নিদ্রা আসে না ।
ঠিক তোর মতোন কেউ,
ভালোবাসে না ।
বাসে না...
বাসে না...
আর কেউ অতোটা কাছে আসে না ।
আসে না, আসে না ।
ঠিক তোর মতোন কেউ,
ভালোবাসে না ।
সেই তুমি লিরিক্স পরিণীতা:
Shei tumi aaj durey,
Kotha kotha khunje pai.
Shei ami ghure ghure,
Tomar hoye mishe jai.
Kotha chhilo, dekha hobe
Roj bhore dujonar.
Keno themey gechhe nodi
Mon bujheo bojhena.
Byatha jome kalo chokhe
Nidra asey na.
Thik tor moton kew
Bhalobase na.
Base na...
Thik tor moton kew
Bhalobase na.