Ami Shudhu Tomar Lyrics Ash King Oriplast Originals

Song: Ami Shudhu Tomar
Singer: Ash King
Music: Ajay Singha
Lyrics: Rajib Chakraborty
Music Label: SVF Music

Ami Shudhu Tomar song has been performed by Ash King in the "Oriplast Originals" show. Music was composed by Ajay Singha.

Ami Shudhu Tomar Lyrics in Bengali Ash King:


আমি শুধু তোমার,
শুধু তোমার, ছুঁয়ে দিয়ে মন ।
মেঘে, সে আবেগে,
ভেসে যাবো, কুয়াশা যখন ।
আলো আসবে, ভালোবাসবে
রূপকথার সে আদর ।
ঠোঁটে গল্প, কথা অল্প
কোনো স্বপ্নের ঘুম-চাদর ।

আসি কাছাকাছি,
হয়ে তোমার, তোমারই ।
আমি শুধু তোমার,
শুধু তোমার, ছুঁয়ে দিয়ে মন ।

এলোমেলো সুর, অচেনা দুপুর
তোমাকেই খোঁজে ডাকনামে ।
শীতের শহর, নামে রাতভর
চিঠি লিখে রাখি নীল খামে ।

তুমি, শুধু তুমি, মরসুমি
কুয়াশা যখন ।
আমি শুধু তোমার,
ছুঁয়ে দিয়ে মন ।

আমি শুধু তোমার লিরিক্স:


Ami shudhu tomar,
Shudhu tomar, chunye diye mon.
Meghe sey abegey,
Bhesey jabo, kuasha jokhon.
Aalo asbe, bhalobasbe
Rupkothar sey aador.
Thonte golpo, kotha olpo
Kono swopner ghum chador.

Asi kachha kachhi,
Hoye tomar, tomari.
Ami shudhu tomar,
Shudhu tomar, chunye diye mon.
326404665953066090

TRENDING NOW

326404665953066090