Ekai Bhalo Lyrics Shantilal O Projapoti Rohoshyo

Ekai Bhalo Lyrics Shantilal O Projapoti Rohoshyo

  • Song: Ekai Bhalo
  • Movie: Shantilal O Projapoti Rohoshyo
  • Singer: Durnibar Saha
  • Music: Arko
  • Lyrics: Ritam Sen
  • Starring: Ritwick Chakraborty, Paoli Dam & Others

Ekai Bhalo song is sung by Durnibar Saha. This song is from the movie "Shantilal O Projapoti Rohoshyo". Music is composed by Arko.

Ekai Bhalo Lyrics in Bengali Durnibar Saha:


যেন সারারাত ধরে কাল,
জমেছে শিশির ।
দু এক কণা ঘাসপাতা,
চোখের কোলে স্থির ।
তুমি এখন আলোয়, আলো ।

এলোমেলো পালকের,
ঘুম ভাঙা ডানা ।
উড়ে গেছে আদরের
মিথ্যে বাহানা ।
বোধহয় আমি, একাই ভালো ।
আমি বোধহয় একাই ভালো ।

খামখেয়ালি স্বপ্নদের,
শহরতলীর গল্পদের,
না লেখা পাতায়, তোমাকে মানায় ।

বয়স হলে রূপকথায়,
সবাই ভালো থাকতে চাই ।
একটু না চাওয়ায়, চাইছে আজ আমায় ।

দূরে কোনো কারখানার,
সকালের ইশারায় ।
ছোটো ছোটো আস্তানার,
ধোঁয়ার ইশারায় ।
আজব শহর, নেভে জ্বলে ।

পুরোনো চায়ের দোকান,
বন্ধুদের পাড়ায় ।
খুচরো কিছু অভিমান,
টেবিলে গড়ায় ।
তোমার কথা, সবাই বলে ।
তোমার কথা, সবাই বলে ।

খামখেয়ালি স্বপ্নদের,
শহরতলীর গল্পদের,
না লেখা পাতায়,
তোমাকে মানায় ।

বয়স হলে রূপকথায়,
সবাই ভালো থাকতে চাই ।
একটু না চাওয়ায়,
চাইছে আজ আমায় ।

পাঁচমিশালি সভ্যতায়,
কাউকে খোঁজা শক্ত নয় ।
হয়তো হারানোয়,
তোমাকে মানায় ।

খুনখারাবি রোদ্দুরে,
পলাশ পড়ে পথ জুড়ে ।
একটু না পাওয়ায়,
পেয়েছে আজ আমায় ।

একাই ভালো লিরিক্স শান্তিলাল ও প্রজাপতি রহস্য:


Jeno sara raat dhore kal,
Jomechhe shishir.
Du ek kona ghas paata,
Chokher koley sthir.
Tumi ekhon aaloy, aalo.

Elomelo paloker,
Ghum bhanga dana.
Urey gechhe aadorer,
Mithye bahana.
Bodhoy aami, ekai bhalo.
Ami bodhoy ekai bhalo.
326404665953066090

TRENDING NOW

326404665953066090