Ekdol Bondhu Lyrics Rupam Islam

Ekdol Bondhu Lyrics Rupam Islam

Song: Ekdol Bondhu
Singer, Music & Lyrics: Rupam Islam

Ekdol Bondhu song is sung, composed & written by Rupam Islam.

Rupam Islam New Song Ekdol Bondhu Lyrics in Bengali:


একদল বন্ধু উচ্ছল,
বাকবিতন্ডায় চঞ্চল ।
চল নেমে পড়ি রাস্তায়,
যায় চোখ যেদিকে চায় ।

রাস্তার মোড়েও তর্ক,
শুভশ্রী, দেবাঞ্জন, অর্ক ।
কেউ ডাইনে যেতে চাইবেই,
কেউ টানবেই হ্যাঁচকা বাঁয় ।

কেউ আসতে দেরি করছে,
কেউ বড্ড বেশি খরচে ।
দামি রেস্তোরাঁতে ঢুকবেই,
প্রতিজ্ঞা মরণপণ ।

অনির্বাণ কে একটা ফোন কর,
বলে হাঁক দিচ্ছে শুভঙ্কর ।
শবনম আর তিতলি গল্প করছে,
অন্যদিকে মন ।

খেলি নিয়ম ভাঙার খেলা ।
বাঁধন ছাড়া পুজোর মজায়,
মানুষের মেলা ।

আজ ভালবাসার আলো,
এই শহরকে সাজালো ।
অচেনা মুখের ভিড়ে,
মন খুঁজছে চেনা সুখ ।

কেউ হতাশা দিক মুছে,
আর তমসা যাক ঘুচে ।
যত শাসন-ভাষণ শিকেয় তুলে,
আনন্দ বাড়ুক ।

আর আমিও সেই রঙ্গে,
মেতেছি বন্ধুদের সঙ্গে ।
আর অজান্তে ডুবে যাচ্ছি,
কারো প্রেমিক দু'চোখে ।

কত নতুন প্রেমের গল্প,
দুরুদুরু কাঁপছে অল্প ।
দেবাঞ্জন-তিতলি, শবনম-অর্কর
আনন্দলোকে ।
326404665953066090

TRENDING NOW

326404665953066090