Joy Dugga Bol Lyrics

Joy Dugga Bol Lyrics by Super Singer Junior

Song: Joy Dugga Bol
Singers: Sharmistha Debnath,
                Saurik Ghosal,
                Pranjal Biswas,
                Ankita Mondal,
                Shreetama Saha
Music: Shaan
Lyrics: Rajib Chakraborty

Joy Dugga Bol song is performed by Super Singer Juniors. Music composed by Shaan. Lyrics is penned by Rajib Chakraborty.

Joy Dugga bol Lyrics in Bengali:


ঢাকে পড়লো কাঠি,
কাঁসরে হোক তাল ।
পেঁজা মেঘের ভেলায়,
এলো শরৎকাল ।

এলো শিউলি ফুলে
আর কাশবনে দোলা,
সোনা রোদে ঝলমল ।

আজ মন যে আপন ভোলা,
নতুন জামা পরে দল বেঁধে
প্যান্ডেলে চল ।
জয় দুগ্গা বল, জয় দুর্গা বল...

ঝালমুড়ি আর ফুচকা আছে,
আছে পরীর চুল ।
পড়াশোনায় মন বসে না,
বন্ধ যে ইস্কুল ।

আনন্দ আজ লাগাম ছাড়া,
সব পেয়েছির দেশে ।
হঠাৎ দেখি অসুর বেটা,
ফিক করে দেয় হেসে ।

আজ ইচ্ছে খুশির রঙে,
রাঙাবো চারদিন ।
হুল্লোড়ে মন টলমল ।

আজ মন যে আপন ভোলা,
নতুন জামা পরে দল বেঁধে
প্যান্ডেলে চল ।
জয় দুগ্গা বল, জয় দুর্গা বল...

দুর্গা মায়ের কাছে সবাই,
দু'হাত ভরে চাও ।
দুঃখগুলো ছুমন্তরে,
উধাও করে দাও ।

আসবে তুমি আবার ফিরে,
আসছে বছর হবে ।
কেমন আছো জানিও মা গো,
চিঠি লিখো তবে ।

জানি একটি বছর পরে
দেখা হবে মা গো,
চোখ কেন হয় ছলছল ।

আজ মন যে আপন ভোলা,
নতুন জামা পরে দল বেঁধে
প্যান্ডেলে চল ।
জয় দুগ্গা বল, জয় দুর্গা বল...

জয় দুগ্গা বল লিরিক্স:


Dhake porlo kathi,
Kansore hok taal.
Penja megher bhelay,
Elo shorotkaal.

Elo sheuli phool a
Arr kashbone dola,
Sona roude jholmol.

Aaj mon je apon bhola,
Notun jama pore dol bendhe,
Pandel a chol.
Joy Dugga Bol, Joy Dugga bol...
326404665953066090

TRENDING NOW

326404665953066090